আজ ১৫ অক্টোবর ২০১৫ বুধবার ভাবগম্ভীর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। ১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে জগন্নাথ হলে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনায় যে সকল ছাত্র, কর্মচারী ও অতিথি নিহত হয়েছেন তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রতি বছর দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষে সকাল ৬:০০টায় বিশ্ববিদ্যালয়ের সকল হল ও প্রধান প্রধান ভবনে কালো পতাকা উত্তোলন, বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা ও কালো ব্যাজ ধারণ করা হয়। উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে সকাল ৭:৩০টায় অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোক মিছিল সহকারে ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা জগন্নাথ হল স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধাঞ্জলি, পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালন করেন। পরে জগন্নাথ হল অক্টোবর স্মৃতিভবনস্থ টিভি কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় আলোচনায় অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি রকীব উদ্দীন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমিতির সভাপতিবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুর্ঘটনার সময়ে আহত ছাত্র উপ-রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, হলের ছাত্রদের পক্ষ থেকে সঞ্জীব বিশ্বাস এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পক্ষে মোতাহের হোসেন প্রিন্স, হলের সিনিয়র আবাসিক শিক্ষক অধ্যাপক ড. বিমান চন্দ্র বড়–য়া, প্রাক্তন প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক এবং হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকার। আলোচনা সভা সঞ্চালন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান।
সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “এই ১৫ অক্টোবর যেন আমরা বিস্মৃত না হই। এই শোক দিবস আমাদের দায়িত্বশীলতা, কর্তব্যপরায়ণতা, উদারতা এবং মানবিকতার তাগিদ দিয়ে যায়, সচেতনতা সৃষ্টির কথা স্মরণ করিয়ে দেয়। এই দিবসের তাৎপর্য আমাদের কাছে অত্যন্ত কার্যকর, ১৫ই অক্টোবর এই শোক দিবস শিক্ষা দেয় দুর্যোগ সতর্কতার কোন বিকল্প নেই। কেননা বিশ্ববিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবন সম্পর্কে সচেতনতা, সতর্কতা এবং ঝুঁকি নিরসনে আমাদের ভূমিকা ও দায়িত্ববোধকে এই দিবসটি জাগ্রত করে। যারযার অর্পিত দায়িত্ব পালন করলে আমরা সকল দুর্যোগ থেকে রক্ষা পাব, দায়িত্বহীনতার কারণে অনেক দুখ:জনক ঘটনার জন্ম হয়। পরিশেষে উপাচার্য দুর্ঘটনায় নিহত পরিবারগুলোর সঙ্গে সংহতি ও সংবেদনশীলতা যাতে অব্যাহত রাখা হয় এ-ব্যাপারে বিশ্ববিদ্যালয় পরিবার ও হল কর্তৃপক্ষের যেন কোন কার্পণ্য না থাকে সে দিকে দৃষ্টি রাখার আহŸান জানান।
শোক দিবস উপলক্ষে উপাসনালয় ও মসজিদসমূহে প্রার্থনা সভা ও নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত, নিহতদের তৈলচিত্র ও তৎসম্পর্কিত দ্রব্যাদি প্রদর্শন, রক্তদান কর্মসূচি, সন্ধ্যায় জগন্নাথ হল উপাসনালয়ে ভক্তিমূলক গানের অনুষ্ঠান (শোক সঙ্গীত ও কবিতা আবৃত্তি) অনুষ্ঠিত হবে। শোক দিবস উপলক্ষ্যে প্রকাশিত হয়েছে একটি স্মারক সংকলন।
এছাড়াও শোক দিবস উপলক্ষে গত ১২ অক্টোবর ২০১৫ জগন্নাথ হল খেলার মাঠে ‘অক্টোবর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধন করেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন। টুর্ণামেন্ট আগামী ৩১ অক্টোবর ২০১৫ তারিখের মধ্যে সম্পন্ন হবে।
----------------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস উপলক্ষ্যে আজ ১৫ অক্টোবর ২০১৫ বুধবার উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক জগন্নাথ হল স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। (ছবি: ঢাবি জনসংযোগ)
ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস উপলক্ষ্যে আজ ১৫ অক্টোবর ২০১৫ বুধবার জগন্নাথ হল অক্টোবর স্মৃতিভবনস্থ টিভি কক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঞ্চে উপবিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকারকে দেখা যাচ্ছে। (ছবি: ঢাবি জনসংযোগ)