অনুষ্ঠিত হয়ে গেল ৩য় সুফিয়া কামাল স্মারক বিতর্ক উৎসব-২০২২। বেশ আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এর উপ-উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামাল এবং বিশেষ অতিথি ছিলেন চারুশিল্পী সাঈদা কামাল ও কবি সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ ড. তৌহিদা রশীদ। উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভুঁইয়া।
অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য তিলোত্তমা শিকদার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি শেখ মোহাম্মদ আরমান ও সাধারণ সম্পাদক মাকসুদা আক্তার তমা।
অনুষ্ঠানে অন্তঃহল সংসদীয় বিতর্ক ও জাতীয় বারোয়ারী প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয় এবং সেই সাথে সুফিয়া কামাল ডিবেটিং ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে সদ্যবিদায়ী কার্যনির্বাহী পরিষদ ২০১৯-২০।
অনষ্ঠানের সভাপতিত্ব করেছেন অনুভা আফসানা এবং সঞ্চালনা করেছেন সাধারণ সম্পাদক জান্নাতুল নাইম সিম্মী। সার্বিক তত্ত্বাবধায়ক হিসেবে ছিলেন সুফিয়া কামাল ডিবেটিং ক্লাবের মডারেটর শেখ জিনাত শারমিন।