উৎসবমুখর পরিবেশে আজ ১ জুলাই ২০২৪ সোমবার ১০৪তম ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়েছে। ১৯২১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছিল। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো “তরুণ প্রজন্মের দক্ষতা বৃদ্ধিতে উচ্চশিক্ষা”। দিবসটি উপলক্ষ্যে ক্যাম্পাসে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল পতাকা উত্তোলন, পায়রা উড়ানো, বেলুন উড্ডয়ন, কেক কাটা, থিম সং পরিবেশন, শোভাযাত্রা এবং আলোচনা সভা। দিবস উপলক্ষ্যে বিজয় একাত্তর হল তার স্ব ব্যানের প্রাধ্যক্ষের নেতৃত্বে অংশগ্রহণ করে।