বিতর্ক মানুষের চিন্তা জগতের পরিবর্তন ঘটায়, যুক্তি ও বোদ্গের চর্চায় আলোকিত করে অর্ন্তলোক।শিক্ষার্থীদের মনন ও চেতনাগত পরিবর্তনের লক্ষ্যনিয়ে ২০০৩ সালে ‘অমর একুশে হল’-এ প্রতিষ্ঠিত হয় ‘একুশে ডিবেটিং ক্লাব(ই ডি সি)’। “পেরিয়ে এসো কৃষ্ণ প্রহর ,শুভ্র প্রহর ডাকছে তোমায়”- এ স্লোগানকে নিয়ে সকল অশুভ আর অসুন্দরের বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম করে যাচ্ছে এ ক্লাবটি। বিতার্কিক তৈরি, বিতর্ক আন্দোলন, বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ ও আয়োজনের উদ্দেশ্য যাত্রা শুরু একুশে ডিবেটিং ক্লাবের।
এ ডিবেটিং ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী, হল প্রাধ্যক্ষ মহোদয় অধ্যাপক ইসতিয়াক এম সৈয়দ পদাধিকার বলে ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক। ক্লাবের সমন্বয়কারী হিসেবে রয়েছেন হলের আবাসিক শিক্ষক ড. মো শরীফুল ইসলাম ।
ভাষা দিবস বিতর্ক উৎসব ইডিসি’র বার্ষিক আয়োজন।এতে সারা দেশের সেরা সেরা বিতর্ক ক্লাবগুলো অংশগ্রহন করে থাকে।২০১৯ সালের এপ্রিলে ৯ম ভাষা দিবস বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়।এছাড়াও নিয়মিত বিতর্ক কর্মশালা ,পাঠচক্র,বিতর্ক সেশন, ঘরে বাইরে বিতর্ক আয়োজন করে থাকে ইডিসি। ইডিসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ডিবেটিং ক্লাব কতৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগীতায় অংশগ্রহন করে অনেকবার চ্যাম্পিয়ন ও রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে।এছাড়াও ইডিসি’র বিতার্কিকরা ডিইউডিএসের হয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহন করে বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মান ও গৌরব নিয়ে এসেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ডিবেটিং ক্লাব কতৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগীতায় ইডিসি’র অর্জন :
১/ চ্যাম্পিয়ন, ২য়নবাবস্যারসলিমুল্লাহস্মারকবিতর্কউৎসব ২০১০
২/ রানারআপ, ৩য় নবাবস্যারসলিমুল্লাহস্মারকবিতর্কউৎসব ২০১৩
৩/রানারআপ, ৮ম সূর্যসেনস্মারকবিতর্কপ্রতিযোগিতা ২০১৫
৪/রানারআপ, ১ম সুফিয়াকামালস্মৃতিবিতর্ক প্রতিযোগিতা,২০১৫
৫/চ্যাম্পিয়ন,৯ম জাতীয়বিজ্ঞানবিতর্কউৎসব ২০১৬
৬/চ্যাম্পিয়ন,৯ম সূর্যসেনস্মারকবিতর্কপ্রতিযোগিতা ২০১৬
৭/রানারআপ, ৬ষ্ঠ শহীদুল্লাহস্মারকবিতর্কপ্রতিযোগিতা ২০১৭
৮/রানারআপ, ২য় শামসুন্নাহারস্মৃতিবিতর্কপ্রতিযোগিতা