বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশনের আওতায় ১ বছর মেয়াদী গবেষণা প্রকল্পে কমিশনের নীতিমালা অনুযায়ী নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছে :
(ক) আবেদনকারীকে অবশ্যই পাবলিক বিশ্ববিদ্যায়ের শিক্ষক হতে হবে;
(খ) পিএইচডি ডিগ্রিধারী প্রভাষক এবং সহকারী অধ্যাপক থেকে অধ্যাপকগণ আবেদন করতে পারবেন;
(গ) মঞ্জুরী কমিশনের অর্থায়নে প্রকল্প চলমান থাকলে আবেদন করার প্রয়োজন নেই;
(ঘ) একই প্রকল্প প্রস্তাব একাধিক ক্যাটাগরিতে দাখিল করা যাবে না;
(ঙ) গবেষণা অনুদানের অর্থ ব্যয় ও প্রকল্প বাস্তবায়ন সম্পর্কিত বিভিন্ন কার্যক্রমের বিষয়ে নীতিমালায় উল্লিখিত সকল শর্ত ও নির্দেশনা অবশ্যই অনুসরণ করতে হবে;
(চ) আবেদনকারীকে আবশ্যিকভাবে তথ্য ছক পূরণপূর্বক তাঁর সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত এবং বিগত ০৫(পাঁচ) বছরে সম্পাদিত গবেষণা প্রকল্প/প্রকাশনার তালিকা জমা দিতে হবে;
(ছ) কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং বিজনেস স্টাডিজ শাখার জন্য প্রস্তাবিত বাজেট ২,৬০,০০০/- (দুই লক্ষ ষাট হাজার ) টাকা এবং জীব/ভৌত/রসায়ন/চিকিৎসা/প্রকৌশল/কৃষি বিজ্ঞান (ক্রপ সায়েন্স ও লাইফ সায়েন্স) শাখার জন্য প্রস্তাবিত বাজেট ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে;
(জ) প্রকল্প প্রস্তাবের ৪ কপি আবেদন (হার্ড কপি) বিভাগীয় প্রধান/ইনস্টিটিউট প্রধান/ অনুষদের ডিন এর দ্বারা অনুস্বাক্ষরিত হওয়ার পর রেজিস্ট্রারের মাধ্যমে পরিচালক, রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ ঠিকানায় আগামাী ১৫ নভেম্বর ২০২০ তারিখের মধ্যে প্রেরণ করতে হবে;
(ঝ) প্রকল্প প্রস্তাবের সফ্ট কপি Microsoft Office Word ফরমেটে সংশ্লিষ্ট ক্যাটাগরি অনুযায়ী নিম্ন লিখিত ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে;
ই-মেইল ঠিকানা:
(ঞ) গবেষণা প্রকল্পের আবেদনপত্রের ফরম, তথ্য ছক এবং এতদ্সংক্রান্ত যাবতীয় তথ্যাবলি ইউজিসি ওয়েব সাইট (www.ugc.gov.bd) -এর “গবেষণা সহায়তা মঞ্জুরী ” সেবা বক্সে পাওয়া যাবে।
----------------------------
স্বাক্ষরিত/-০১/১০/২০২০
মোঃ ওমর ফারুখ
পরিচালক (চলতি দায়িত্ব)
রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশন
ফোন : ৫৮১৬০২০৮
Email: omarfaruqueugc@gmail.com
২. Guidelines for UGC Research Fund