মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় উচ্চতর শিক্ষায় (এম.ফিল. ও পিএইচ.ডি.) ফেলোশিপ ও বৃত্তি প্রদানের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে নি¤œবর্ণিত শর্ত ও নীতিমালা অনুযায়ী নির্ধারিত ফরমে নির্দেশক্রমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:
ক) গবেষণার অধিক্ষেত্র
ক্রমিক |
গবেষণার অধিক্ষেত্র |
১. |
সামাজিক বিজ্ঞান (Social Science) |
২. |
জীবন সম্পর্কিত বিজ্ঞান (Life Science) |
৩. |
ভৌত বিজ্ঞান (Physical Science) |
৪. |
সমুদ্র বিজ্ঞান (Marine Science) |
৫. |
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (Information and Communications Technology) |
৬. |
টেকশই উন্নয়ন লক্ষ্যমাত্রা (Sustainable Development Goals, SDGs) |
৭. |
কলা, মানবিক, বাণিজ্য ও আইন (Arts, Humanities, Commerce and Law) |
৮. |
জলবায়ু, বন ও পরিবেশ বিজ্ঞান (Climate, Forest and Environmental Science) |
৯. |
শিক্ষা ও উন্নয়ন (Education and Development) |
খ) আবেদনের নিয়ম ও শর্তাবলি
১. ২০১৯-২০ অর্থবছরে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে এম.ফিল. ও পিএইচ.ডি. কোর্সে ফেলোশিপ ও বৃত্তি প্রদান নীতিমালায় বর্ণিত শর্ত, যোগ্যতা এবং অন্যান্য বিষয়াদি অনুসরণপূর্বক গবেষককে আবেদন করতে হবে। এ সংক্রান্ত নীতিমালা/আবেদনপত্রের ফরম প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইট www.pmeat.gov.bd এ পাওয়া যাবে।
২. এম.ফিল ও পিএইচ.ডি. কোর্সে ফেলোশিপ ও বৃত্তি প্রদান নীতিমালায় বর্ণিত সকল শর্ত, যোগ্যতা এবং অন্যান্য বিষয়াদি অনুসরণপূর্বক যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনপত্রের সাথে জাতীয় পরিচয়পত্রের কপি সংযুক্ত করতে হবে।
৩. আবেদনকারীকে সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে ৫০০ (পাঁচশত) টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট এম.ফিল. ও পিএইচ.ডি. গবেষণা তহবিল, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের নামে বাড়ি নং-৪৪, সড়ক নং-১২/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৯ বরাবরে প্রেরণ করতে হবে এবং ইস্যুকৃত পে-অর্ডার/ব্যাংক ড্রাফটের কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
৪. নীতিমালা ও শর্ত অনুযায়ী যোগ্য প্রার্থীরা আবেদন বৈধ বলে বিবেচিত হবে। পূরণকৃত আবেদন ফরম এবং পে অর্ডার/ব্যাংক ড্রাফট এর কপি আগামী ০১ মার্চ ২০২০ খ্রি. তারিখ সময়ের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক, প্রধামন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট, বাড়ি নং-৪৪, সড়ক নং-১২/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৯ বরাবর রেজিস্টার্ড ডাকযোগে বা সরাসির পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র বিবেচনা করা হবে না।
৫. প্রার্থীগণ স্ব-স্ব বিশ^বিদ্যালয়ের উপাচার্যের মাধ্যমে (অথবা বিভাগীয় প্রধানের মাধ্যমে) আবেদন করতে পারবেন এবং সরকারি/আধা-সরকারি/স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করবেন।
৬. কর্তৃপক্ষ যে কোনো সময় এ বিজ্ঞপ্তি বাতিল/পরিবর্তন এবং যে কোনো ফেলোর আবেদন বিবেচনা/বাতিলের নিরঙ্কুশ ক্ষমতা সংরক্ষণ করেন।
স্বাক্ষরিতÑ
(জান্নতুল ফেরদৌস)
উপ পরিচালক (উপসচিব)
ফোন: ০২-৫৫০০০৪২৫
ই-মেইল: dd@prmeat.gov.bd