আলোচ্যসূচি-২: মাননীয় উপাচার্যের সঙ্গে প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকদের মতবিনিময় সভার (২৪.২.২০২২) সুপারিশসমূহ বিবেচনা।
সভায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত (২৪ ফেব্রুয়ারি ২০২২) উল্লিখিত মতবিনিময় সভার সিদ্ধান্ত/সুপারিশসমূহ পর্যালোচিত হয়। শিক্ষার্থীদের আবাসিক সুযোগ-সুবিধা, কর্পোরেট শিষ্টাচার, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলাবোধ, সৃজনশীল মননশীলতার বিকাশ প্রকৃতির উন্নয়নের জন্য আবাসিক হল/হোস্টেল-এর সার্বিক ব্যবস্থাপনায় প্রশাসনের দায়-দায়িত্ব ও কর্তব্য এবং বিভিন্ন বাস্তবায়ন কর্মকৌশল বিষয়ে আলোচনা হয়। আবাসিক হলে বসবাসরত শিক্ষার্থীদের সঙ্গে হল প্রশাসন ও আবাসিক শিক্ষকদের বিভিন্ন প্রক্রিয়ায় যোগাযোগ, সম্পর্ক ও মিথস্ক্রিয়া বৃদ্ধির উপর সভায় বিশেষ গুরুত্বারোপ করা হয়। বিস্তারিত আলোচনা শেষে হল প্রশাসনের সিট বরাদ্দ কার্যক্রমসহ নিয়মিত ব্যবস্থাপনা (বাগান পরিচর্যা, ডাইনিং, ক্যান্টিন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, রিডিং রুম, সেগুন প্রভৃতি) ও বিভিন্ন উদ্যোগের পাশাপাশি নিম্নোক্ত কাজগুলো বিশেষভাবে সম্পাদনের জন্য সভায় সিদ্ধান্ত/সুপারিশ গৃহীত হয়:-
১। |
(ক) |
হল প্রাধ্যক্ষ/ওয়ার্ডেন মাসে অন্ততঃ ১বার রাত ১০টার পর শিক্ষার্থীদের নিয়ে সাধারণ সভা/মতবিনিময় সভা করবেন। [ছাত্রী হলগুলোর বিদ্যমান বিধানাবলি থাকবে।] |
(খ) |
প্রাধ্যক্ষ/ওয়ার্ডেন প্রভোস্ট কমিটির সিদ্ধান্তসমূহের প্রয়োজনীয় অংশ আবাসিক শিক্ষক/সহকারি আবাসিক শিক্ষক/সহকারি ওয়ার্ডেনদের অবহিত করবেন। |
|
(গ) |
অনুষ্ঠান/বিভিন্ন আয়োজন/বিষয়ভিত্তিক সভা বা মতবিনিময়ের পাশাপাশি প্রাধ্যক্ষ/ওয়ার্ডেনগণ আবাসিক শিক্ষক/সহকারি আবাসিক শিক্ষককে নিয়ে নিয়মিত হল প্রশাসনের সভা আহ্বান করবেন। |
|
২। |
(ক) |
হলগুলোতে আবাসিক শিক্ষকবৃন্দ রুটিনভিত্তিক সপ্তাহে অন্ততঃ ২দিন স্ব স্ব ব্লক/ফ্লোরের শিক্ষার্থীদের বিভিন্ন প্রয়োজন মেটানোর লক্ষ্যে সহায়তা ও পরামর্শ প্রদানের জন্য আবাসিক শিক্ষক অফিসে অবস্থান করবেন। ছাত্রী হলগুলোতে বিদ্যমান সার্বক্ষণিক রোস্টারভিত্তিক কার্যক্রম অব্যাহত থাকবে। |
(খ) |
সপ্তাহে অন্ততঃ ১ দিন আবাসিক শিক্ষকবৃন্দ নিজ নিজ ফ্লোর/ব্লক পরিদর্শন করবেন। [ছাত্রী হলগুলোর বিদ্যমান বিধানাবলি চলমান থাকবে।] |
|
(গ) |
মাসে অন্ততঃ ১বার রাত ১০টার পর নিজ ফ্লোর/ব্লকের শিক্ষার্থীদের সঙ্গে আবাসিক শিক্ষকবৃন্দ সংশ্লিষ্ট ফ্লোর/ব্লকেই কোন কক্ষে বা বারান্দায় মতবিনিময় সভা করবেন। [ছাত্রী হলগুলোর বিদ্যমান রীতি চলমান থাকবে।] |
|
(ঘ) |
দায়িত্বপ্রাপ্ত আবাসিক শিক্ষক নিজ ব্লক/ফ্লোরের শিক্ষার্থীদের কক্ষভিত্তিক হালনাগাদ তালিকা সংরক্ষণ করবেন। |
|
(ঙ) |
হলের সার্বিক কাজের সমন্বয়ের জন্য সকল আবাসিক শিক্ষক/সহকারি আবাসিক শিক্ষক একযোগে হলে মাসে অন্তত একবার ‘গ্রুপ ডিজিট’ করবেন। |
|
(চ) |
কথিক ‘গণরুম’ অর্থাৎ ঘনবসতিপূর্ণ কক্ষের ধারণা অবসানকল্পে পূর্বে গৃহীত সিদ্ধান্ত মোতাবেক কার্যকর সকল উদ্যোগ অব্যাহত রাখতে হবে। হল প্রাধ্যক্ষ এ কাজের সমন্বয় করবেন। |
|
৩। |
(ক) |
হল প্রশাসন প্রতিবছর নবীন শিক্ষার্থীদের জন্য মানবিক মূল্যবোধ, নিয়মনীতি, শৃঙ্খলাবোধ, শিষ্টাচার ও হলের সুযোগ-সুবিধাসমূহ বিষয়ে ওরিয়েন্টেশন কর্মসূচির আয়োজন করবে। |
(খ) |
প্রতিটি হল শিক্ষার্থীদের সৃজনশীল মেধা ও মনন এবং মানসিক ও শৈল্পিক বিকাশের লক্ষ্যে বছরে অন্তত একটি হল ম্যাগাজিন প্রকাশ করবেন। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রম জোরদার করবে। |
|
৪। |
আবাসিক হল/হোটেলে অতিথি কক্ষের অপব্যবহার রোধে সংশ্লিষ্ট প্রাঙ্গনে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ কঠোর নজরদারির আওতায় আনতে হবে, যাতে কোনক্রমেই সেখানে কেউ কোন অছাত্রসুলভ, অমানবিক ও শৃঙ্খলা-পরিপন্থী আচরণ করতে না পারে। এধরনের অপরাধ সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। |
|
৫। |
হল প্রশাসন শিক্ষার্থীদের জন্য প্রত্যেক ফ্লোরে/ব্লকে অভিযোগ/মতামত/পরামর্শ বাক্স স্থাপন করবেন। সংশ্লিষ্ট আবাসিক শিক্ষক সেগুলো সংগ্রহ করে হল প্রশাসনের সভায় প্রভোস্টের সদয় দৃষ্টিতে আনবেন এবং প্রযোজ্যক্ষেত্রে সে নিরিখে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন। |
|
৬। |
শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আবাসিক শিক্ষক/সহকারি আবাসিক শিক্ষকগণ প্রাধ্যক্ষ/হল প্রশাসন অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সচেষ্ট থাকবেন। |
|
৭। |
হল প্রভোস্ট/ওয়ার্ডেন হল প্রশাসন পরিচালনায় ও শিক্ষার্থীদের স্বার্থে যদি কোনো আবাসিক শিক্ষক/সহকারি আবাসিক শিক্ষক/সহকারি ওয়ার্ডেন-এর যথাযথ সহযোগিতা না পান তাহলে তাদের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করবেন। |
----------
স্বাক্ষরিত/-
(সৈয়দা মাসুদা আক্তার)
ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-৩)
ঢাকা বিশ্ববিদ্যলয়।