সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচেছ যে, ঢাকাস্থ সুমিতমো কর্পোরেশন এশিয়া এন্ড ওসিনিয়া প্রাইভেট লিঃ ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর নিয়মিত ছাত্র-ছাত্রীদের মধ্যে (যারা ২০১৬ সনে উচ্চ মাধ্যমিক/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ) থেকে ১০ (দশ) টি বৃত্তি মঞ্জুর করবে। বৃত্তির পরিমান বার্ষিক/ এককালীন ৩০০ (তিনশন) মার্কিন ডলারের সমপরিমান বাংলাদেশী টাকা। সদাচরণ, পড়াশুনা সন্তোষজনক অগ্রগতি এবং নিয়মিত অধ্যয়ন সাপেক্ষে এই বৃত্তি পরবর্তী তিন বছর নবায়নযোগ্য। সুমিতমো কর্পোরেশন এশিয়া এন্ড ওসিনিয়া প্রাইভেট লিঃ কর্তৃক ছাত্র-ছাত্রীদের বৃত্তি চুড়ান্ত ভাবে নির্বাচন করা হবে।
২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ১ম বর্ষ সম্মান শ্রেণীর আগ্রহী নিয়মিত (Regular) ছাত্র-ছাত্রীদের নিকট থেকে নির্ধারিত আবেদন ফরমে দরখাস্ত আহবান করা যাচেছ।নিম্নলিখিত গ্রেড প্রাপ্ত ছাত্র-ছাত্রী বৃত্তির জন্য আবেদন করতে পারবেঃ (ক) এস. এস. সি ৪.৮০ (৪র্থ বিষয় বাদে) (খ) এইচ. এস. সি ৪.৮০ (৪র্থ বিষয় বাদে) সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীর পরিচয় পত্র দেখিয়ে নির্ধারিত আবেদন ফরম বৃত্তি শাখা থেকে সংগ্রহ করা যাবে। আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে স্ব-স্ব বিভাগীয় চেয়ারম্যান/ ইনস্টিটিউট- এর পরিচালক এবং হল প্রাধ্যক্ষ্যের স্বাক্ষর ও সীলমোহরসহ রেজিস্ট্রার দফতরের বৃত্তি শাথার ডেপুটি- রেজিস্ট্রার শিক্ষা-৫/ কক্ষ নং- ২০৮ (ক)/ এর নিকট ২০-০১-২০২০ তারিখের মধ্যে জমা দিতে হবে।
বৃত্তির শর্তাবলী
১। আবেদনকারী ছাত্র-ছাত্রীকে বাংলাদেশ নাগরিক হতে হবে।
২। আবেদনকারী লেখাপড়ার জন্য আর্থিক সহায়তা প্রয়োজন এই মর্মে বিভাগীয় চেয়ারম্যান/ ইনস্টিটিউটের পরিচালক কর্তৃক ইংরেজীতে একটি প্রত্যয়নপত্র আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে।
৩। ০১-০৭-২০১৬ তারিখে ছাত্র-ছাত্রীর বয়স ৩০ (ত্রিশ) বছরের নিম্নে হতে হবে।
৪। সুমিতমো কর্পোরেশন এশিয়া এন্ড ওসিনিয়া প্রাইভেট লিঃ এর বৃত্তির সমপরিমান অন্য কোন বেসরকারী বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রী এই বৃত্তি আবেদনের যোগ্য বিবেচনা হবে না।
নির্ধারিত আবেদন ফরমে টাইপকৃত/ হাতে পূরণ করে দরখাস্ত (১কপি রঙিন ছবি ও নম্বর পত্রসহ) দুই সেট (এক কপি ফটোকপি) জমা দেয়ার শেষ তারিখ আগামী ২০-০১-২০২০।