আর্থ-সামাজিক সমস্যার উপর গবেষণামূলক উপাত্ত (ডাটা) সংগ্রহ ও বিশ্লেষণ, গবেষণা কর্মসূচি মূল্যায়ন, মতামত সংগ্রহ ও বিশ্লেষণ এবং গবেষণা কাজে সফটওয়্যার এর ব্যবহার (Excel এবং STATA) ও প্রয়োগ সম্পর্কে সার্বিক ধারণাকল্পে অর্থনৈতিক গবেষণা ব্যুরো, ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চতর গবেষণা পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ কোর্সের উদ্যোগ গ্রহণ করেছে। উক্ত কোর্সে অংশগ্রহণের জন্য সামাজিক বিজ্ঞান বিজ্ঞান/বাণিজ্য ও কলা অনুষদভুক্ত যে কোন বিষয়ে কমপক্ষে ২য় শ্রেণীতে অনার্স মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে। বিকাল ৫:৩০ হতে রাত ৮:০০ পর্যন্ত সপ্তাহে ৩ (তিন) দিন- শনি, সোম ও বুধবার প্রশিক্ষণ কোর্স চলবে। কোর্স ফি ১০,০০০/- (দশ হাজার) টাকা। যোগাযোগ: ফোন: ৯৬৬১৯২০-৭৩/৪৫৬০ (অফিস), ০১৬৭২৩০৩৮৩৯, ০১৭২৫৩১৩১৩১ ব্যক্তিগতভাবে নির্দিষ্ট ফরম পূরণ পূর্বক দরখাস্ত আগামী ২৮ অক্টোবর, ২০১৯ তারিখের মধ্যে অবশ্যই অর্থনৈতিক গবেষণা ব্যুরো অফিসে (কক্ষ নং ৩০৫১, ৩য় তলা, কলাভবন) পৌছাতে হবে। কোর্স শুরুর তারিখ ০২ নভেম্বর, ২০১৯। আসন সংখ্যা সীমিত। ওয়েবসাইট: www.berdu.ac.bd
সময় : ৪ (চার) সপ্তাহ