ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষ্যে ‘শতবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয় : অর্জন ও প্রত্যাশা’ বিষয়ে শিক্ষার্থীদের প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রতিযোগিতা তিনটি ক্যাটাগরিতে বিভক্ত। প্রতিযোগিতায় সর্বমোট ১০০টি পুরস্কার প্রদান করা হবে। প্রত্যেক ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার প্রদানের ব্যবস্থা রয়েছে।
অনধিক ২০০০ শব্দে এ-৪ আকারের কাগজে কম্পোজ করে রচয়িতার নাম, ঠিকানা ও পরিচয়সহ প্রবন্ধটি আগামী ৩১ মার্চ ২০২২ তারিখের মধ্যে সরাসরি বা ডাকযোগে রেজিস্ট্রার (প্রশাসন-৩), ঢাকা বিশ্ববিদ্যালয় সমীপে এবং প্রবন্ধের সফ্টকপি reg.admin3@du.ac.bd ইমেইল ঠিকানায় প্রেরণ করতে হবে। বিভিন্ন ক্যাটাগরির বিবরণসহ প্রতিযোগিতা-সংশ্লিষ্ট বিস্তারিত তথ্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দ্রষ্টব্য।
অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক
আহ্বায়ক, প্রবন্ধ প্রতিযোগিতা কমিটি
ও
চেয়ারম্যান, বাংলা বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়