রেজিস্টার্ড গ্র্যাজুয়েট হিসেবে নাম তালিকাভুক্তি সংক্রান্ত ২০ জুন, ২০২২ তারিখের বিজ্ঞপ্তির ক্রমধারায় এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিক্যাল ২০(১)(কে) এবং প্রথম সংবিধির ৪৬ ধারা অনুযায়ী সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের ২৫জন প্রতিনিধি নির্বাচন নিম্নোক্ত তফসিল অনুযায়ী অনুষ্ঠিত হবে:
(ক) মনোনয়নপত্র সংগ্রহের তারিখ ও সময়: ১ জানুয়ারি ২০২৩ তারিখ রবিবার থেকে ১৬ জানুয়ারি ২০২৩ তারিখ সোমবার অপরাহ্ন ৩:৩০টা পর্যন্ত অফিস চলাকালীন সময়ে ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-৪), রেজিস্ট্রারের অফিস, ঢাকা বিশ্ববিদ্যালয় (কক্ষ নম্বর ২০৭, প্রশাসনিক ভবন) এর নিকট থেকে প্রতিটি মনোনয়নপত্র নগদ ১০০/- (একশত) টাকা মূল্যে সংগ্রহ করা যাবে।
(খ) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময়: মনোনয়নপত্রের ফিস বাবদ ১০০০/- (এক হাজার) টাকা (অফেরতযোগ্য) জনতা ব্যাংক লি., ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস (টিএসসি) শাখায় রেজিস্টার্ড গ্র্যাজুয়েট খাতে জমা দিয়ে জমার রসিদ এবং প্রস্তাবকের স্বাক্ষর ও প্রার্থীর সম্মতিসহ মনোনয়নপত্র রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিকট ১৬ জানুয়ারি ২০২৩ তারিখ সোমবার অপরাহ্ন ৪:০০টার মধ্যে পৌঁছাতে হবে।
(গ) মনোনয়নপত্র বাছাই: ১৮ জানুয়ারি ২০২৩ তারিখ বুধবার সকাল ১০:০০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে মনোনয়নপত্র বাছাই করা হবে। মনোনয়নপত্র বাছাইয়ের সময় প্রার্থী নিজে অথবা প্রার্থীর লিখিত অনুরোধসহ তার মনোনীত প্রতিনিধি উপস্থিত থাকতে পারবেন।
(ঘ) মনোনয়নপত্র প্রত্যাহার : ২৪ জানুয়ারি ২০২৩ তারিখ মঙ্গলবার দুপুর ১:০০টার মধ্যে প্রার্থী রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবর লিখিত পত্রের মাধ্যমে তার মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।
(ঙ) বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৩ তারিখ বুধবার রেজিস্ট্রারের অফিসের নোটিশ বোর্ডে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েব সাইটে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে।
(চ) নাম, ঠিকানা ও পেশা সম্বলিত প্রার্থী তালিকা প্রকাশ: প্রার্থীদের নাম, ঠিকানা ও পেশা সম্বলিত তালিকা ২ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার রেজিস্ট্রারের অফিসের নোটিশ বোর্ডে, সংবাদপত্রে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েব সাইটে প্রকাশিত হবে।
(ছ) ভোটার কার্ড: ২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ হতে ভোটার ঢাকা বিশ্ববিদ্যালয়ের https://reggrad.du.ac.bd ওয়েব সাইট থেকে তার ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন।
(জ) ঢাকার বাইরের ২৯টি কেন্দ্রের ভোট গ্রহণ: ঢাকার বাইরের নিম্নোক্ত কেন্দ্রগুলোতে ৪ মার্চ ২০২৩ তারিখ শনিবার স কাল ১০:০০টা থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং অপরাহ্ন ২:০০টায় ভোট কেন্দ্রের প্রবেশদ্বার বন্ধ করা হবে। ভোট গ্রহণ শেষে প্রিজাইডিং অফিসার ব্যবহৃত ভোটদানপত্র প্যাকেটে সীল-গালা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণনার জন্য নিয়ে আসবেন।
কেন্দ্র সমূহ:
(১) শেরপুর সরকারী কলেজ, শেরপুর (২) নেত্রকোনা সরকারী কলেজ, নেত্রকোনা (৩) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারী কলেজ, শরিয়তপুর (৪) সরকারী বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ (৫) শেরে বাংলা মেডিকেল কলেজ, বরিশাল (৬) সরকারী সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর (৭) বরগুনা সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ, বরগুনা (৮) ঝালকাঠি সরকারী কলেজ, ঝালকাঠি (৯) পটুয়াখালী সরকারী কলেজ, পটুয়াখালী (১০) সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মাগুরা (১১) ভোলা সরকারী কলেজ, ভোলা (১২) লক্ষীপুর সরকারী মহিলা কলেজ, লক্ষীপুর (১৩) চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম (১৪) ভিক্টোরিয়া সরকারী কলেজ, কুমিল্লা (১৫) ব্রাম্মণবাড়ীয়া সরকারী কলেজ, ব্রাম্মণবাড়ীয়া (১৬) চাঁদপুর সরকারী কলেজ, চাঁদপুর (১৭) চৌমুহনী সরকারী এস এ কলেজ, নোয়াখালী (১৮) এম সি কলেজ, সিলেট (১৯) আযম খান সরকারী কমার্স কলেজ, খুলনা (২০) সাতক্ষীরা সরকারী মহিলা কলেজ, সাতক্ষীরা (২১) সরকারী মাইকেল মধুসুধন কলেজ, যশোর (২২) সরকারী কে সি কলেজ, ঝিনাইদহ (২৩) কুষ্টিয়া সরকারী কলেজ, কুষ্টিয়া (২৪) রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী (২৫) সরকারী আযিযুল হক কলেজ, বগুড়া (২৬) সরকারী কারমাইকেল কলেজ, রংপুর (২৭) সরকারী এডওয়ার্ড কলেজ, পাবনা (২৮) সিরাজগঞ্জ সরকারী কলেজ, সিরাজগঞ্জ এবং (২৯) বাগেরহাট সরকারী পি. সি. কলেজ, বাগেরহাট।
(ঝ) ঢাকার বাইরের ১৩টি কেন্দ্রের ভোট গ্রহণ: ঢাকার বাইরের নিম্নোক্ত কেন্দ্রগুলোতে ১১ মার্চ ২০২৩ তারিখ শনিবার সকাল ১০:০০টা থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং অপরাহ্ন ২:০০টায় ভোট কেন্দ্রের প্রবেশদ্বার বন্ধ করা হবে। ভোট গ্রহণ শেষে প্রিজাইডিং অফিসার ব্যবহৃত ভোটদানপত্র প্যাকেটে সীল-গালা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণনার জন্য নিয়ে আসবেন।
কেন্দ্র সমূহ:
(১) গাজীপুর সরকারী মহিলা কলেজ, গাজীপুর (২) নরসিংদী সরকারী কলেজ, নরসিংদী (৩) সরকারী তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ (৪) সরকারী দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ (৫) সরকারী হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ (৬) আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ (৭) গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজ, ময়মনসিংহ (৮) কুমুদিনী সরকারী কলেজ, টাঙ্গাইল (৯) গুরুদয়াল সরকারী কলেজ, কিশোরগঞ্জ (১০) সরকারী আশেক মাহমুদ কলেজ, জামালপুর (১১) সরকারী রাজেন্দ্র কলেজ, ফরিদপুর (১২) রাজবাড়ী সরকারী কলেজ, রাজবাড়ী (১৩) মাদারীপুর সরকারী কলেজ, মাদারীপুর।
(ঞ) ঢাকার ৪টি কেন্দ্রের ভোট গ্রহণ: ঢাকার নিম্নোক্ত কেন্দ্রগুলোতে ১৮ মার্চ ২০২৩ তারিখ শনিবার সকাল ৯:০০টা থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং বিকাল ৫:০০টায় ভোট কেন্দ্রের প্রবেশদ্বার বন্ধ করা হবে। ভোট গ্রহণ শেষে ব্যবহৃত ভোটদানপত্র সীল-গালা প্যাকেটে গণনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের হেফাজতে থাকবে।
কেন্দ্রের নাম | ভোটার নম্বর |
নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয় | ১ থেকে ১৬,০০০ পর্যন্ত |
ছাত্র-শিক্ষক কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয় | ১৬,০০১ থেকে ৩২,০০০ পর্যন্ত |
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় | ৩২,০০১ থেকে ৪৮,০০০ পর্যন্ত |
শারীরিক শিক্ষা কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয় | ৪৮,০০১ থেকে ৫৯,৩২০ পর্যন্ত |
(ট) ভোট গণনা ও ফলাফল ঘোষণা: সকল কেন্দ্রের ভোট গ্রহণ শেষে ১৯ মার্চ, ২০২৩ তারিখ রবিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকাল ১০:০০টা থেকে Optical Counting Systems (OCS) পদ্ধতিতে ভোট গণনা শুরু হবে এবং গণনা শেষে ফলাফল ঘোষণা করে হবে।
আজীবন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট যদি কেউ মৃত্যুবরণ করে থাকেন, সে সম্পর্কে সঠিক তথ্য-প্রমাণাদি (নাম ও রেজিস্ট্রেশন নম্বরসহ) অত্র অফিসকে জানানোর জন্য অনুরোধ করা হলো।
বি: দ্র: (১) নির্বাচন উপলক্ষে প্রার্থী/ভোটারকে কোন প্রকার টি.এ/ডি.এ প্রদান করা হবে না।
(২) পূর্ণাঙ্গ ভোটার তালিকার সেট নগদ ১০,০০০/-(দশ হাজার) টাকা মূল্যে প্রশাসনিক ভবনের ২০৭ নম্বর কক্ষ হতে সংগ্রহ করা যাবে।