আগামী ১০ এপ্রিল ২০২৫ (২৭ চৈত্র ১৪৩১), বৃহস্পতিবার, সকাল ১০.৩০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগ, আর. সি. মজুমদার আর্টস অডিটরিয়ামে মণিপুরী লোকনৃত্য, লোকসংগীত এবং লোকবাদ্যযন্ত্র পেনা ও লাংডেং পরিবেশনা আয়োজন করেছে।
ভারতের মণিপুর থেকে আগত বিশিষ্ট মণিপুরী লোকনৃত্য ও লাংডেং শিক্ষক ওজা নোংথোমবাম শামু মৈতৈ এবং বিশিষ্ট পেনা শিক্ষক ওজা মৈস্নাম মারজিৎ সিং-এর পরিচালনায় বাংলাদেশের মণিপুরী শিল্পীবৃন্দ মণিপুরী লোকনৃত্য, লোকসংগীত এবং লোকবাদ্যযন্ত্র পেনা ও লাংডেং পরিবেশন করবেন।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক মুহাম্মদ আলী নকী, স্থপতি; ডিন, স্কুল অব সাইন্স এন্ড টেকনোলজি, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারপার্সন ড. প্রিয়াংকা গোপ এবং থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. ই¯্রাফীল। উক্ত অনুষ্ঠান সভাপতিত্ব করবেন নৃত্যকলা বিভাগের চেয়ারপার্সন জনাব তামান্না রহমান।
উক্ত অনুষ্ঠানে আপনার/আপনাদের উপস্থিতি আন্তরিকভাবে কামনা করছি।
ধন্যবাদান্তে
তামান্না রহমান
চেয়ারপার্সন
নৃত্যকলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।