ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে যাদের নাম বোর্ড বৃত্তির তালিকায় আছে এবং ২০১৬-২০১৭, ২০১৭-২০১৮, ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে যারা এখনও প্রত্যয়ন পত্র জমা দেয়নি তারা স্ব স্ব কলেজ থেকে প্রত্যয়ন পত্র সংগ্রহ করে, (ক) প্রত্যয়ন পত্রের ফটোকপি, (খ) সংশ্লিষ্ট বোর্ডের গেজেটের কপি, (গ) অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের প্রিন্ট কপি, আগামী ০৩/০৩/২০২০ থেকে ১০/০৩/২০২০ তারিখের মধ্যে রেজিস্ট্রারের অফিস শিক্ষা-৫ শাখায় (রুম নং-২০৮,ক) জমা দেয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। ২০১৬-২০১৭, ২০১৭-২০১৮, ২০১৮-২০১৯ এবং ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে বোর্ড বৃত্তি প্রাপ্ত সকল শিক্ষার্থীরা আগামী ০৩/০৩/২০২০ তারিখ (সকাল-৮:০০টা) থেকে ১০/০৩/২০২০ তারিখ (রাত-১২:০০টা) পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েব সাইটে (https://studentscholarship.du.ac.bd/) গিয়ে অনলাইনে বৃত্তির আবেদন করতে পারবে। অনলাইনে আবেদনের বিস্তারিত নির্দেশনা উক্ত ওয়েব সাইটে উল্লেখ রয়েছে।
বোর্ড বৃত্তি প্রাপ্ত সকল শিক্ষার্থীরা উক্ত তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে গিয়ে বাধ্যতামূলক অনলাইনে আবেদন করতে হবে। অন্যথায় তাদের বৃত্তির তথ্যাদি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করা সম্ভব হবে না।
উল্লেখ্য, ২০১৬-২০১৭, ২০১৭-২০১৮, ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের বোর্ড বৃত্তি প্রাপ্ত যে সকল শিক্ষার্থীরা রেজিস্ট্রারের অফিস শিক্ষা-৫ শাখায় প্রত্যয়ন পত্র জমা দিয়েছেন তারা শুধু অনলাইনে আবেদন করবেন। উক্ত শিক্ষার্থীকে অত্র অফিসে কোন নথি জমা দেয়ার প্রয়োজন নেই।
বি:দ্র: বৃত্তির টাকা উত্তোলনের জন্য শিক্ষার্থীর নিজ নামে অনলাইন সুবিধা সম্পন্ন ব্যাংক একাউন্ট থাকতে হবে। ব্যাংক একাউন্ট না
থাকলে, অতিবিলম্বে তফসিলভুক্ত অনলাইন সুবিধা সম্পন্ন যে কোন ব্যাংকে একাউন্ট খুলতে হবে। ব্যাংক হিসাব ব্যতীত অন্য কোন পদ্ধতিতে বৃত্তির অর্থ প্রেরণ/উত্তোলন করা সম্ভব নয়। ইতিপূর্বে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।
বিজ্ঞপ্তির মূল কপিটি দেখতে ক্লিক করুন...