গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের গত ১৩/০১/২০২০ তারিখের স্মারক নম্বর: ৩৭.০২.০০০০.১১৭.৩৭.০২৯.১২-২৮০-এর বিজ্ঞপ্তির প্রেক্ষিতে আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, বোর্ড বৃত্তি প্রাপ্ত যে সকল শিক্ষার্থীদের ১(এক) বছর পাঠ বিরতি হয়েছে এবং তারা বিশ্ববিদ্যালয় হতে বৃত্তি নিয়মিতকরণ করেছেন শুধুমাত্র তারাই অনলাইনে বৃত্তির আবেদন করতে পারবেন। অনিয়মিত শিক্ষার্থীদেরকে বোর্ড বৃত্তির আবেদন না করার জন্য অনুরোধ করা হলো।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-২০১৭, ২০১৭-২০১৮, ২০১৮-২০১৯ এবং ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে বোর্ড বৃত্তি প্রাপ্ত সকল শিক্ষার্থীরা ০৩/০৩/২০২০ তারিখ (সকাল-৮:০০টা) থেকে ১০/০৩/২০২০ তারিখ (রাত-১২:০০টা) পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েব সাইটে (https://studentscholarship.du.ac.bd/) গিয়ে অনলাইনে বৃত্তির আবেদন করতে পারবেন । অনলাইনে আবেদনের পূর্বে শিক্ষার্থীদের অবশ্যই ব্যাংক একাউন্ট খুলতে হবে (যদি ব্যাংক একাউন্ট না থাকে)। অনলাইনে তবেদনের বিস্তারিত নির্দেশনা উক্ত ওয়েব সাইটে উল্লেখ রয়েছে।
বি:দ্র: বৃত্তির টাকা উত্তোলনের জন্য শিক্ষার্থীর নিজ নামে অনলাইন সুবিধা সম্পন্ন ব্যাংক একাউন্ট থাকতে হবে। ব্যাংক একাউন্ট না থাকলে, অতিবিলম্বে তফসিলভুক্ত অনলাইন সুবিধা সম্পন্ন যে কোন ব্যাংকে একাউন্ট খুলতে হবে। মোবাইল ব্যাংকিং ও এজেন্ট ব্যাংকিং গ্রহণযোগ্য নয়। ব্যাংক হিসাব ব্যতীত অন্য কোন পদ্ধতিতে বৃত্তির অর্থ প্রেরণ/উত্তোলন করা সম্ভব নয়। ইতিপূর্বে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ।