সাধারণ বিজ্ঞপ্তি
দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে (মাদ্রাসা বোর্ড ব্যতীত) অধ্যয়নরত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, গত ১৭/০৬/২০১৯ তারিখে অর্থ মন্ত্রণালয়ের ৩৭.০০.০০০০.১০২.২০.০১৮.১৫-২৪৬ সংখ্যক স্মারকের সিদ্ধান্ত মোতাবেক বিভিন্ন শ্রেণিতে অধ্যয়নরত ২০১৯ সাল এবং পূর্ববর্তী বিভিন্ন সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বরাদ্দকৃত অর্থ জি-টু-পি (E.F.T) এর আওতায় অনলাইনে সরাসরি শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে (Bank Account) প্রেরণ করা হবে।
বিগত ০৪/০২/২০১৬ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের ৩৭.০০.০০০০.০৭১.০৮.০০১.০৫.১১২ সংখ্যক স্মারক মোতাবেক নিম্নে বর্ণিত বিভিন্ন ক্যাটাগরির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বরাদ্দকৃত অর্থ তাদের ব্যাংক হিসাবে প্রেরণের নিমিত্তে আগামী ০৯/০১/২০২০ তারিখের মধ্যে বাংলাদেশের অনলাইন সুবিধাসম্পন্ন যেকোনো তফসিলভূক্ত ব্যাংকে শিক্ষার্থীদের নিজ নামে ব্যাংক হিসাব খোলার জন্য বলা হলো।
ক. ক্যাটাগরি-মেধা ও সাধারণ বৃত্তি;
খ. ক্যাটাগরি-সংখ্যালঘু সম্প্রদায়, উপজাতীয় উপবৃত্তি;
গ. ক্যাটাগরি-দৃষ্টি প্রতিবন্ধী, প্রতিবন্ধী (দৃষ্টি ও অটিস্টিক ব্যতীত) ও অটিস্টিক উপটবৃত্তি এবং
ঘ. ক্যাটাগরি-পেশামূলক উপবৃত্তি;
এখানে উল্লেখ্য যে, ব্যাংক হিসাব ব্যতীত অন্য কোনো পদ্ধতিতে বৃত্তির অর্থ প্রেরণ/উত্তোলন করা সমভব হবে না।
প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক
মহাপরিচালক
ফোন-৯৫৫৩৫৪২