বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অর্থায়নে পরিচালিত ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিকট থেকে নির্ধারিত গাইডলাইন ও প্রোফর্মা অনুযায়ী প্রকল্প প্রস্তাব আহ্বান।
আদিষ্ট হয়ে জানাচ্ছি যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অর্থায়নে পরিচালিত গবেষণা প্রকল্প জমা দিতে আগ্রহী তাঁরা বিশ্ববিদ্যালয় কর্তৃক সরবরাহকৃত নির্ধারিত গাইডলাইন ও প্রোফর্মা অনুযায়ী ০৩ (তিন) কপি প্রকল্প প্রস্তাব জমা দিবেন। তন্মধ্যে প্রকল্প পরিচালক ও সহ-পরিচালকের নাম ব্যতীত ০২ (দুই) কপি প্রকল্প প্রস্তাব এবং পরিচালক ও সহ-পরিচালকের নামসহ ০১ (এক) কপি প্রকল্প প্রস্তাব স্ব স্ব বিভাগের চেয়ারম্যান/পরিচালক ও ডিন-এর মাধ্যমে রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবর এবং সফট্ কপি (Ms Word File) ই-মেইলে (reg.admin3@du.ac.bd) আগামী ১৩ জুলাই, ২০২৩ তারিখের মধ্যে প্রেরণের জন্য অনুরোধ জানাচ্ছি। উল্লেখ্য, প্রস্তাবিত প্রকল্পের পরিচালক ও সহ পরিচালকের নামসহ প্রস্তাবনায় সম্পাদিত গবেষণা প্রবন্ধের তালিকা জমা দিতে পারবেন।
যে সকল প্রভাষক ও সহকারী অধ্যাপক এর উচ্চতর ডিগ্রি (২য় মাস্টার্স/এম.ফিল/পিএইচ.ডি) নেই, তাঁরা প্রকল্প পরিচালক হিসাবে আবেদন করতে পারবেন না।
জমাকৃত প্রকল্পের মেয়াদ চুক্তি সম্পাদনের তারিখ থেকে সর্বোচ্চ ০১ (এক) বছর এবং প্রকল্প প্রতি বাজেট সর্বোচ্চ ১০ (দশ) লক্ষ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। যে সকল শিক্ষকগণ ২০২১-২০২২ অর্থবছরে কিংবা তার পূর্বে বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো প্রকল্পে গবেষণা মঞ্জুরী পেয়েছেন কিন্তু অদ্যাবধি চূড়ান্ত রিপোর্ট জমা দেন নাই, তারা ৩১ জুলাই, ২০২৩ তারিখ পর্যন্ত চূড়ান্ত রিপোর্ট জমা দিতে পারবেন। অন্যথায় ২০২৩-২৪ অর্থ বছরে জমাকৃত তাঁদের গবেষণা প্রস্তাব মূল্যায়নের জন্য বিবেচনা করা হবে না। উপরন্ত ২০২২-২০২৩ অর্থবছরে যারা গবেষণা বরাদ্দ পেয়েছেন তারাও আবেদন করতে পারবেন না ।
জমাকৃত প্রকল্পের অর্থ বরাদ্দের জন্য নির্ধারিত বাজেটের (সর্বোচ্চ টাঃ ১০ (দশ) লক্ষ মাত্র) ঊর্ধ্বে চাহিদা পেশ করলে এবং প্রকল্প প্রস্তাব নির্ধারিত গাইডলাইন অনুযায়ী অসম্পূর্ণ হলে সেগুলো মূল্যায়নের জন্য বিবেচিত হবে না। যে সকল শিক্ষকগণ পূর্বে গবেষনা প্রকল্প পাননি তাদের প্রকল্প অগ্রাধিকার দেয়া হবে।
গবেষণা প্রকল্প প্রস্তাবের নির্ধারিত গাইডলাইন ও আবেদনের প্রোফর্মা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
সংযুক্তি:
বিজ্ঞপ্তি
নির্ধারিত গাইডলাইন ও প্রোফর্মা