Training Course On
Data Analysis using SPSS & Data Analysis using STATA
for Professionals & Students
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে SPSS & STATA প্রশিক্ষণ কোর্সে ভর্তির জন্য আবেদনপত্র আহবান করা হচ্ছে।
কোর্সের মেয়াদ : ২০ টি ক্লাশ (৪০ ঘন্টা)
ক্লাসের সময়সূচি : (শুক্র, শনি) বিকাল ৪:০০ টা থেকে- ৮:৩০
কোর্স ফি (প্রতি কোর্স) : টাকাঃ ১০,০০০/=;
: ৮,০০০/= (স্নাতক অধ্যয়নরত শিক্ষার্থীর জন্য)
ক্লাশ আরম্ভের তারিখ : STATA : ০৬ ডিসেম্বর, ২০১৯;
SPSS : ১০ জানুয়ারী, ২০২০;
ডাক্তার, গবেষক ও চাকুরীরত পেশাজীবি ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের জন্য কোর্স দুটি বিশেষভাবে উপযোগী। আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ বিভাগীয় কম্পিউটার ল্যাবে ক্লাস নিবেন পরিসংখ্যান বিভাগের শিক্ষকবৃন্দ। কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হবে। ভর্তি করা হবে আগে আসলে আগে ভিত্তিতে, আসন সীমিত। যোগাযোগ: শেখ জামিরুল ইসলাম, সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা, ০১৯১৪৮৮৪৬৫৫, ০১৭১৫৬৬৯২০১।
(ড. মোঃ বেলাল হোসেন)
সহযোগী অধ্যাপক
ও
কোর্স-কোঅর্ডিনেটর
Training Course on SPSS
পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
বিজ্ঞপ্তির মূল কপি দেখতে ক্লিক করুন...