তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে ২০১৯-২০ অর্থবছরে গবেষণার জন্য ফেলোশিপ ও বৃত্তি প্রদান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে উদ্ভাবনীমূলক কাজে উৎসাহ প্রদানের জন্য ব্যক্তি প্রতিষ্ঠানকে অনুদান এবং বিশেষ অনুদান প্রদানের লক্ষ্যে “তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে গবেষণার জন্য ফেলোশিপ ও বৃত্তি প্রদান এবং উদ্ভাবনীমূলক কাজের জন্য অনুদান প্রদান সম্পর্কিত (সংশোধিত) নীতিমালা-২০১৬” এ বর্ণিত যোগ্যতা সম্পন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গবেষক এবং প্রত্যাশী ব্যক্তি/প্রতিষ্ঠানসমূহের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
০২। আবেদনপত্র দাখিল, বাছাই ও মূল্যায়নের সম্ভাব্য সময়সীমা নিম্নরূপ:
রাউন্ড |
অনলাইনে আবেদনপত্র দাখিলের সময়সীমা |
বাছাই ও মূল্যায়নের সম্ভাব্য সময় |
মন্তব্য |
১ম |
০৫ সেপ্টেম্বর, ২০১৯ |
সেপ্টেম্বর, ২০১৯ |
অফিস চলাকালীন সময় পর্যন্ত |
২য় |
০৫ ডিসেম্বর, ২০১৯ |
ডিসেম্বর, ২০১৯ |
|
৩য় |
০৫ মার্চ, ২০২০ |
মার্চ, ২০২০ |
০৩। এ সংক্রান্ত নীতিমালাসহ অনলাইনে আবেদনপত্র দাখিলের লিংক ims.ictd.gov.bd হতে বিস্তারিত জানা যাবে ও Online এ আবেদনপত্র দাখিল করা যাবে। সরাসরি আবেদনপত্র দাখিল নিরুৎসাহিত করা যাচ্ছে।
০৪। নীতিমালার সাথে সঙ্গতিপূর্ণ নয় এমন আবেদনপত্র গ্রহণযোগ্য/বিবেচিত হবে না।
০৫। কর্তৃপক্ষ যে কোন সময় এ বিজ্ঞপ্তি বাতিল, পরিবর্তন ও পরিবর্ধনের ক্ষমতা রাখে।
(মোহাম্মদ আবুল খায়ের)
উপসচিব
বিজ্ঞপ্তির মূল কপি দেখতে ক্লিক করুন...