সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হল সংসদের উদ্যোগে তিন দিনব্যাপী ‘সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব-২০২০’-এর উদ্বোধনী অনুষ্ঠান আজ ২৫ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
রোকেয়া হলের প্রাধ্যক্ষ ও হল সংসদের সভাপতি অধ্যাপক ড. জিনাত হুদার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে হলের আবাসিক শিক্ষকবৃন্দ, হল সংসদের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ২৭ ফেব্রুয়ারি ২০২০ সন্ধ্যা ৬:৩০টায় হল মিলনায়তনে অনুষ্ঠেয় এই সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এম.পি.। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ।
---------------
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হল সংসদের উদ্যোগে তিন দিনব্যাপী ‘সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব-২০২০’-এর উদ্বোধনী অনুষ্ঠান আজ ২৫ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। (ছবি: ঢাবি জনসংযোগ)