ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাদানকল্প গার্হস্থ্য অর্থনীতি কলেজসমূহে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির জন্য শুধুমাত্র মহিলা প্রার্থীদের নিকট থেকে আগামী ১৫ নভেম্বর ২০১৫ রবিবার দুপুর ২:০০টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহŸান করা যাচ্ছে।
\r\nআবেদনকারী ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত মাধ্যমিক/সমমান এবং ২০১৫ সালের বাংলাদেশের যেকোন শিক্ষাবোর্ড/উন্মুক্ত বিশ^বিদ্যালয়/কারিগরি শিক্ষাবোর্ড/মাদ্রাসা বোর্ড/এ-লেভেল বা সমমানের বিদেশী ডিগ্রীধারী প্রার্থী দরখাস্ত করতে পারবে। প্রার্থীকে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক/সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএদ্বয়ের যোগফল ন্যূনতম ৪.০ হতে হবে। কোন পরীক্ষায় জিপিএ ২.০-এর কম হলে আবেদন করা যাবে না। আবেদন ফিস ৫০০/-টাকা।
\r\nভর্তি পরীক্ষা আগামী ২৭ নভেম্বর ২০১৫ শুক্রবার তারিখ সকাল ১০:০০টায় অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় ১ ঘন্টা, নম্বর ১২০, পাশ নম্বর ৪৮ এবং পরীক্ষা MCQ পদ্ধতিতে হবে।
\r\nমুক্তিযোদ্ধার সন্তান (নাতি-নাতনীসহ), উপজাতি, হরিজন ও দলিত সম্প্রদায়, প্রতিবন্ধি (দৃষ্টি, বাক ও শ্রবণ) ভর্তি পরীক্ষায় পাশ করা সাপেক্ষে কোটায় ভর্তি হওয়ার সুযোগ পাবে।
\r\nঢাকা বিশ^বিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে (http://admission.eis.du.ac.bd) ভর্তির সাধারণ নিয়মাবলী ও ভর্তির নির্দেশিকা পাওয়া যাবে।
\r\n-------------
\r\n(ড. নূর-ই-ইসলাম)
\r\n পরিচালক (ভারপ্রাপ্ত)
\r\n জনসংযোগ দফতর
\r\n ঢাকা বিশ্ববিদ্যালয়
\r\n
\r\n
\r\n\r\n