ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটে জাপানিজ ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় নবনির্মিত শ্রেণিকক্ষের উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আজ ০৯ জুলাই ২০২৪ মঙ্গলবার ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই শ্রেণিকক্ষের উদ্বোধন করেন।
আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সাইদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মি. ইওয়ামা কিমিনরি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আনছারুল আলম। এসময় বিভিন্ন ভাষা কোর্সের শিক্ষক, শিক্ষার্থী, জাপান দূতাবাসের কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটে শ্রেণিকক্ষ নির্মাণে সার্বিক সহযোগিতা করায় জাপান সরকার এবং রাষ্ট্রদূত মি. ইওয়ামা কিমিনরিকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশের সাথে জাপানের দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বিশেষ করে বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নে জাপান নানাভাবে সহযোগিতা করে আসছে। শিক্ষা ও গবেষণার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতেও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ সহযোগিতামূলক কার্যক্রম চলমান রয়েছে। জাপানিজ ভাষা ও সংস্কৃতির বিস্তার এবং নতুন নতুন ক্ষেত্রে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের ব্যাপারে জাপানের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত মি. ইওয়ামা কিমিনরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানিজ ভাষা ও সংস্কৃতি শিক্ষার বিস্তারে কার্যকরী ভূমিকা রাখার জন্য উপাচার্যসহ সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বাংলাদেশ এবং জাপানের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। শিক্ষার্থীদের জাপানিজ ভাষা ও সংস্কৃতি শিক্ষা এবং দক্ষতা বৃদ্ধিতে জাপান সরকারের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, জাপান ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে জাপান সরকারের আর্থিক অনুদানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওয়তায় আধুনিক ভাষা ইনস্টিটিউটে জাপানিজ ভাষা শিক্ষার্থীদের জন্য ৩টি শ্রেণিকক্ষ ও শিক্ষকবৃন্দের জন্য ৩টি কক্ষ নির্মাণ করা হয়।
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটে জাপানিজ ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় নবনির্মিত শ্রেণিকক্ষের উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আজ ০৯ জুলাই ২০২৪ মঙ্গলবার ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই শ্রেণিকক্ষের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মি. ইওয়ামা কিমিনরি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। (ছবি: ঢাবি জনসংযোগ)