আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-২০১৭, ২০১৭-২০১৮, ২০১৮-২০১৯, ২০১৯-২০২০, ২০২০-২০২১ এবং ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বোর্ড বৃ্ত্তি পেয়েছে তাদের সকলকে ( যাদের নাম বোর্ড বৃত্তির তালিকায় আছে ) আগামী ০৭/০৭/২০২৩ তারিখ (সকাল ১০.০০ টা) থেকে ১২/০৭/২০২৩ তারিখ (রাত-১২:০০টা) পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৃত্তির ওয়েব সাইটে (https://studentscholarship.du.ac.bd/) গিয়ে অনলাইনে বোর্ড বৃত্তির আবেদন করতে বলা হচ্ছে। অনলাইন আবেদনের সাথে স্ব স্ব কলেজ থেকে প্রত্যয়ন পত্র সংগ্রহ করে প্রত্যয়ন পত্রের কপি, সংশ্লিষ্ট বোর্ডের গেজেটের কপি (যে পাতায় শিক্ষার্থীর নাম রয়েছে সেই পাতায় শিক্ষার্থীর নিজ নাম চিহ্নিত করে), শিক্ষার্থীর নিজ নামের ব্যাংক একাউন্টের চেক (MICR) পাতার কপি/ব্যাংক স্টেটমেন্টের কপি এবং আলিম পরীক্ষার মার্কশিটের কপি আপলোড করতে হবে। অনলাইনে আবেদন সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা উক্ত ওয়েব সাইটে উল্লেখ রয়েছে। বৃত্তির আবেদনের তথ্য যথাযথভাবে পূরণ করার পর অবশ্যই Submit to Scholarship বাটনে ক্লিক করে আবেদন নিশ্চিত করতে হবে। অন্যথায় বৃত্তির আবেদন বিবেচনা করা হবে না। যে সকল শিক্ষার্থীদের পুনঃভর্তি রয়েছে তাদের বৃত্তির আবেদন না করার জন্য বলা হচ্ছে।
বৃত্তির টাকা উত্তোলনের জন্য শিক্ষার্থীর নিজ নামে অনলাইন সুবিধা সম্পন্ন ১৩-১৭ ডিজিটের ব্যাংক একাউন্ট নম্বর থাকতে হবে। ব্যাংক একাউন্ট না থাকলে, অনতিবিলম্বে তফসিলভুক্ত অনলাইন সুবিধা সম্পন্ন যে কোন ব্যাংকে একাউন্ট খুলতে হবে। ব্যাংক একাউন্ট ব্যতীত অন্য কোন পদ্ধতিতে বৃত্তির অর্থ প্রেরণ/ উত্তোলন করা সম্ভব নয়।
উল্লেখ্য উক্ত তারিখের মধ্যে বৃত্তির তথ্য নির্ভুলভাবে পূরণ না হলে শিক্ষার্থীরা বৃত্তির টাকা পাবে না। সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কিছুই করণীয় থাকবে না। সুতরাং বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে বৃত্তির প্রয়োজনীয় তথ্যসমূহ সতর্কতার সাথে অনলাইনে পূরণ করার জন্য নির্দেশনা দেয়া হলো।
শিক্ষার্থীদের বৃত্তির আবেদনের ক্ষেত্রে নিম্নবর্ণিত নির্দেশাবলী অনুসরণীয় :
১। বাংলাদেশের অনলাইন সুবিধাসম্পন্ন তফসীলভুক্ত যে কোন ব্যাংকে অবশ্যই শিক্ষার্থীর নিজ নামে ব্যাংক হিসাব থাকতে হবে।
২। শিক্ষার্থীর নাম ও অনলাইন ব্যাংক হিসাবের নাম একই হতে হবে।
৩। অনলাইন ব্যাংক হিসাব নম্বর অবশ্যই ১৩-১৭ ডিজিটের মধ্যে হতে হবে এবং সঠিক ও নির্ভুলভাবে পূরণ করতে হবে।
৪। শিক্ষার্থীর পরীক্ষার আইডি/ রেজিষ্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, সন ও প্রাপ্ত CGPA সঠিকভাবে পূরণ করতে হবে।
৫। বৃত্তির ক্যাটাগরি (মেধা/ সাধারণ) সঠিকভাবে পূরণ করতে হবে।
৬। ব্যাংকের নাম, শাখার নাম, রাউটিং নম্বর এবং শিক্ষার্থীর ব্যাংক হিসাব নম্বর সঠিকভাবে পূরণ করতে হবে।
৭। ব্যাংক হিসাবটি অবশ্যই বর্তমানে সচল (Active) থাকতে হবে।
বোর্ড বৃত্তির আবেদনের ক্ষেত্রে Sign Up করার সময় প্রত্যেক শিক্ষার্থী তাদের স্ব স্ব বিভাগ/ইনস্টিটিউট থেকে প্রাপ্ত ইমেইল ঠিকানা অবশ্যই ব্যবহার করতে হবে। অন্যথায় আবেদন করতে পারবে না। যে সকল শিক্ষার্থীরা ইমেইল ঠিকানা এখনও পায়নি তারা অতি দ্রুত স্ব স্ব বিভাগ/ইনস্টিটিউট-এর সাথে যোগাযোগ করে ইমেইল ঠিকানা সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো।
আবেদনের নিয়মাবলী :
১) ইতোপূর্বে সাইন আপ করে না থাকলে সাইন আপ (Sign Up) বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য প্রদান পূর্বক সাইন আপ করুন। সাইন আপ হয়ে গেলে/পূর্বে সাইন আপ করা থাকলে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন (Login) করুন।
২) Login করার পর Dashboard-এ ক্লিক করে Apply for Scholarship-এ ক্লিক করতে হবে। এরপর আপনার সকল তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।
৩) তথ্য পূরণ শেষে সকল তথ্য সঠিক থাকলে "Submit to Scholarship Section" বাটনে ক্লিক করে আপনার আবেদনটি সাবমিট করুন। আবেদন সাবমিট না করলে আপনার আবেদনটি বিবেচনা করা হবে না।
ফরম পূরণ করতে কোন সমস্যা হলে বা এ সংক্রান্ত কোন প্রকার তথ্য প্রয়োজন হলে শিক্ষা-৫ [কক্ষ নং- ২০৮(ক)] - মোবাইল নম্বর- 01581846500 ( শুধু মাত্র অফিস চলাকালীন সময়ে [সকাল- ০৯.০০ টা থেকে বিকেল- ৪.০০ টা পর্যন্ত]) নম্বরে যোগাযোগ করুন।