বর্তমানে করােনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতিতে মাননীয় উপাচার্যের নির্দেশনায় সরকারি প্রজ্ঞাপন বিবেচনায় নিয়ে নিম্নলিখিত বিষয়গুলাে কঠোরভাবে মেনে চলার জন্য নির্দেশনা প্রদান করা হলাে:
১। কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ৫০ ভাগ জনবল দ্বারা এক সপ্তাহ করে রােস্টার ভিত্তিতে অফিস কার্যক্রম পরিচালনা করতে হবে। তবে গর্ভবতী/অসুস্থ/বয়স ৫৫-উর্ধ্ব কর্মকর্তা ও কর্মচারী বাড়ীতে অবস্থান করে কর্মসম্পাদনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। রােস্টার অবস্থায় যারা বাসায় অবস্থান করবেন তারা জরুরি প্রয়ােজন ছাড়া বাহিরে ঘােরাফেরা করবেন না।
২। কোন কর্মকর্তা ও কর্মচারী গণপরিবহণ ব্যবহার করবেন না, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহণে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে অফিসে আসা-যাওয়া করবেন।
৩। অফিস চলাকালীন সময়ে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে ও যথাযথভাবে সামাজিক দুরত্ব অনুসরণ করে অফিসে বসবেন ও চলাফেরা করবেন। অফিস চলাকালীন সময়ে কোন কর্মকর্তা ও কর্মচারী বাহিরে অযথা ঘােরাফেরা করবেন না।
৪। সংশ্লিষ্ট অফিস/শাখা প্রধান তার অধিনস্থ কর্মকর্তা-কর্মচারীদের ও অফিসে আগত দর্শনার্থীদের কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি নিশ্চিত করবেন।
এ নির্দেশনা লংঘন করলে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় বিধি মােতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে ।
-------------
স্বাক্ষরিত/-
(মাে. এনামউজ্জামান)
রেজিস্ট্রার
ঢাকা বিশ্ববিদ্যালয়