১। এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ বি.এস সম্মান, ১ম বর্ষ বি,বি,এ এবং অর্থনীতি বিষয়ে ১ম বর্ষ বি.এস.এস সম্মান শ্রেণিতে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে (বৃত্তিহীন অথবা, মাসিক অনূর্ধ্ব একশত টাকা পর্যন্ত বৃত্তি প্রাপ্ত) মাসিক ৩০০/= (তিনশত) টাকা হারে ০৫টি (পাঁচ) বৃত্তি মঞ্জুর করা হবে।
২। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাদানকল্প মেডিকেল কলেজসমূহে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ এম.বি.বি.এস শ্রেণিতে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে (বৃত্তিহীন অথবা, মাসিক অনূর্ধ্ব একশত টাকা পর্যন্ত বৃত্তি প্রাপ্ত) মাসিক ৩০০/= (তিনশত) টাকা হারে ০৩টি (তিন) বৃত্তি মঞ্জুর করা হবে ।
৩। বৃত্তি ০১/০৭/২০১৮ তারিখ থেকে ০১ (এক) বছরের জন্য মঞ্জুর করা হবে এবং ট্রাস্টের নীতিমালা অনুযায়ী কোর্সের সমাপ্তিকাল পর্যন্ত বৃত্তি নবায়নযোগ্য।
৪। আগ্রহী শিক্ষার্থীদেরকে তাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার নম্বরপত্রের সত্যায়িত অনুলিপিসহ নাম, বিষয়, শ্রেণি, রোল নম্বর, শিক্ষাবর্ষ, পিতা/অভিভাবকের নাম ও পেশা এবং বার্ষিক আয় সংক্রান্ত সার্টিফিকেট দাখিল করতে হবে। অধ্যয়নরত ভাই-বোনের সংখ্যা উল্লেখপূর্বক স্ব স্ব বিভাগীয় চেয়ারম্যান/কলেজের অধ্যক্ষের মাধ্যমে সাদা কাগজে রেজিস্ট্রার বরাবরে লিখিত দরখাস্ত রেজিস্ট্রারের দপ্তরের শিক্ষা-৪ শাখা (ট্রাস্ট এন্ড ফাউন্ডেশন, কক্ষ নং-২০৮কি)-এ জমা দিতে হবে ।
৫। দরখাস্ত গ্রহণের শেষ তারিখঃ ২৭/০২/২০২০ খ্রিস্টাব্দ।