মরহুম ইমামউদ্দিন পাটোয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারী ছিলেন। তার কন্যা মিসেস জহরত আরা পাওয়ার তার মরহুম পিতা ও মাতার স্মৃতির উদ্দেশ্যে ইমামউদ্দিন ও বেগম আসমাতুন্নেসা ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। এই ফাউন্ডেশন থেকে নিম্নলিখিত বৃত্তি প্রদান করার জন্য এতদ্বারা জানানো যাচ্ছে যেঃ
১। বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকল শ্রেণির কর্মচারীদের ছেলে/মেয়েদের মধ্যে (বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ সম্মান শ্রেণিতে অধ্যয়নরত) ০১ (এক) জনকে মাসিক ১০০/=(একশত) টাকা হারে উক্ত বৃত্তি মঞ্জুর করা হবে। বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের ছেলে/মেয়েদের মধ্যে কোন প্রকার বৃত্তি পাচ্ছে না তাদের (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার নম্বরপত্রের সত্যায়িত কপিসহ) নাম, পিতা/মাতার নাম ও পদবী, পঠিত বিষয়, রোল নম্বর এবং শিক্ষাবর্ষ উল্লেখপূর্বক স্ব স্ব বিভাগীয় চেয়ারম্যান/ইনস্টিটিউট পরিচালকের মাধ্যমে রেজিস্ট্রারের নিকট সাদা কাগজে আবেদন করতে হবে। আবেদনপত্র আগামী ২৭/০২/২০২০ তারিখের মধ্যে রেজিস্ট্রারের দপ্তরের শিক্ষা-৪ শাখা (ট্রাস্ট এন্ড ফাউন্ডেশন, কক্ষ নং-২০৮/ক)-এ অবশ্যই জমা দিতে হবে।
২। ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকল শ্রেণির কর্মচারীদের ছেলে/মেয়েদের মধ্যে (বিশ্ববিদ্যালয়ের সম্মান কোর্স পাশ করার পর মাস্টার্স শেষপর্ব শ্রেণিতে অধ্যয়নরত) ০১ (এক) জনকে মাসিক ১৫০/= (একশত পঞ্চাশ) টাকা হারে উক্ত বৃত্তি মঞ্জুর করা হবে। বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের ছেলে/মেয়েদের মধ্যে কোন প্রকার বৃত্তি পাচ্ছে না তাদের (স্নাতক সম্মান পরীক্ষার নম্বরপত্রের সত্যায়িত কপিসহ) নাম, পিতা/মাতার নাম ও পদবী, পঠিত বিষয়, রোল নম্বর এবং শিক্ষাবর্ষ উল্লেখপূর্বক স্ব স্ব বিভাগীয় চেয়ারম্যান/ইনস্টিটিউট পরিচালকের মাধ্যমে রেজিস্ট্রারের নিকট সাদা কাগজে আবেদন করতে হবে । আবেদনপত্র আগামী ২৭/০২/২০২০ তারিখের মধ্যে রেজিস্ট্রারের দপ্তরের শিক্ষা-৪ শাখা (ট্রাস্ট এন্ড ফাউন্ডেশন, কক্ষ নং-২০৮/ক)-এ অবশ্যই জমা দিতে হবে।
৩। বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকল শ্রেণির কর্মচারীদের ছেলে/মেয়েদের মধ্যে তাদের ছেলে/মেয়ে কোন বৃত্তি না পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওতাভুক্ত কোন মেডিকেল কলেজে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষ পর্যন্ত ১ম বর্ষ সম্মান শ্রেণিতে অধ্যয়ন করছে তাদের মধ্যে ০১ (এক) জনকে মাসিক ১০০/=(একশত) টাকা হারে উক্ত বৃত্তি মঞ্জুর করা হবে। সংশ্লিষ্ট ছাত্র/ছাত্রীকে তাঁদের (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার নম্বরপত্রের সত্যায়িত কপিসহ) নাম, পিতা/মাতার নাম ও পদবী, পঠিত বিষয়, রোল নম্বর এবং শিক্ষাবর্ষ উল্লেখপূর্বক স্ব স্ব মেডিকেল কলেজের অধ্যক্ষের মাধ্যমে রেজিস্ট্রারের নিকট সাদা কাগজে আবেদন করতে হবে। আবেদনপত্র আগামী ২৭/০২/২০২০ তারিখের মধ্যে রেজিস্ট্রারের দপ্তরের শিক্ষা-৪ শাখা (ট্রাস্ট এন্ড ফাউন্ডেশন, কক্ষ নং-২০৮/ক)-এ অবশ্যই জমা দিতে হবে।
৪। ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ সম্মান শ্রেণিতে অধ্যয়নরত সকল বিভাগ/ইনস্টিটিউটের ছাত্র/ছাত্রীদের মধ্যে ০১ (এক) জন ছাত্র ও ০১ (এক) জন ছাত্রীকে মাসিক ১০০/=(একশত) টাকা হারে উক্ত বৃত্তি মঞ্জুর করা হবে । ১ম বর্ষে অধ্যয়নরত সকল ছাত্র/ছাত্রীকে (যারা কোন প্রকার বৃত্তি পায় না) (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার নম্বরপত্রের সত্যায়িত কপিসহ) নাম, পিতা/মাতার নাম ও পদবী, পঠিত বিষয়, রোল নম্বর এবং শিক্ষাবর্ষ উল্লেখপূর্বক স্ব স্ব বিভাগীয় চেয়ারম্যান/ইনস্টিটিউট পরিচালকের মাধ্যমে রেজিস্ট্রারের নিকট সাদা কাগজে আবেদন করতে হবে। আবেদনপত্র আগামী ২৭/০২/২০২০ তারিখের মধ্যে রেজিস্ট্রারের দপ্তরের শিক্ষা-৪ শাখা (ট্রাস্ট এন্ড ফাউন্ডেশন, কক্ষ নং-২০৮/ক)-এ অবশ্যই জমা দিতে হবে।
৫। ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত সকল বিভাগ/ইনস্টিটিউটের ছাত্র/ছাত্রীদের মধ্যে ০১ (এক) জন ছাত্র ও ০১ (এক) জন ছাত্রীকে (যারা কোন প্রকার বৃত্তি পায় না) মাসিক ১৫০/= (একশত পঞ্চাশ) টাকা হারে উক্ত বৃত্তি মঞ্জুর করা হবে। আগ্রহী ছাত্র/ছাত্রীদেরকে (স্নাতক সম্মান পরীক্ষার নম্বরপত্রের সত্যায়িত কপিসহ) নাম, শ্রেণি, পিতা/মাতার নাম ও পদবী, পঠিত বিষয়, রোল নম্বর এবং শিক্ষাবর্ষ উল্লেখপূর্বক স্ব স্ব বিভাগীয় চেয়ারম্যান/ইনস্টিটিউট-এর পরিচালকের মাধ্যমে রেজিস্ট্রারের নিকট সাদা কাগজে আবেদন করতে হবে। আবেদনপত্র আগামী ২৭/০২/২০২০ তারিখের মধ্যে রেজিস্ট্রারের দপ্তরের শিক্ষা-৪ শাখা (ট্রাস্ট এন্ড ফাউন্ডেশন, কক্ষ নং-২০৮/ক)-এ অবশ্যই জমা দিতে হবে।