ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের ১মবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের নবীনবরণ আজ ১১ নভেম্বর ২০২৪ সোমবার আর.সি. মজুমদার আর্টস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ছানাউল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিভাগের অনারারি অধ্যাপক ড. মুহা. আব্দুল বাকী, অধ্যাপক ড. মুহম্মদ শফিকুর রহমান এবং ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ শফিক আহমেদ। বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জহিরুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালন করেন।
প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ ইসলামী শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, ইসলাম আমাদের ধৈর্য, সহনশীলতা, ন্যায্যতা, পরমতসহিষ্ণুতা এবং পরস্পরের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের শিক্ষা দেয়। ইসলামের এই নৈতিক ও মানবিক শিক্ষায় আলোকিত হওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
১১/১১/২০২৪
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের ১মবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের নবীনবরণ আজ ১১ নভেম্বর ২০২৪ সোমবার আর.সি. মজুমদার আর্টস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। (ছবি- ঢাবি জনসংযোগ দফতর)