সম্প্রতি ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী মাথায় আঘাত পেয়েছেন তাদের নিউরোসাইকোলজিক্যাল রিহ্যাবিলিটেশন সার্ভিস প্রদানের উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ‘নিউরোসাইকোলজি ল্যাব/ব্রেইন ইনজুরি ক্লিনিক’। মাথায় বা মস্তিষ্কে আঘাতজনিত কারণে রোগীর মধ্যে স্বল্প ও দীর্ঘমেয়াদী জ্ঞানীয়, আবেগীয় ও আচরণগত সমস্যা তৈরি হতে পারে, যার ফলে প্রাত্যহিক জীবনের কর্মকাণ্ডের সাথে খাপ খাইয়ে চলা ব্যক্তির জন্য কঠিন হতে পারে এবং তার মধ্যে নানাবিধ মানসিক সমস্যা দেখা দিতে পারে। নিউরোসাইকোলজিক্যাল রিহ্যাবিলিটেশনের মাধ্যমে রোগীর এসব ঝুঁকি কমানো এবং স্বাভাবিক কর্মজীবনে ফিরে যাওয়ার ক্ষেত্রে এই সেবা খুবই গুরুত্বপূর্ণ। এ অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সকল বিভাগ/ইনস্টিটিউট/আবাসিক হলের কোনো শিক্ষার্থী মাথায় বা মস্তিষ্কে আঘাত পেয়ে থাকলে ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ‘নিউরোসাইকোলজি ল্যাব/ব্রেইন ইনজুরি ক্লিনিক’-এর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
সেবা গ্রহণের বিষয়ে যোগাযোগ- নিউরোসাইকোলজি ল্যাব/ব্রেইন ইনজুরি ক্লিনিক, কক্ষ নং-৫০১৩ (৫ম তলা), কলা ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়। সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত অফিস চলাকালীন সময়ে মোবাইলে যোগাযোগ: ০১৭৬১-৭২২৯৩৬।