বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গত ১৪ সেপ্টেম্বর ২০২৪ শনিবার রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে যান এবং চিকিৎসাধীন শিক্ষার্থীদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং হাসপাতালে দায়িত্বরত কর্মকর্তা ও চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।
হাসপাতাল পরিদর্শনকালে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের সঙ্গে কথা বলেন এবং গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেন।
স্বাক্ষরিত/-
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
উপ-পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গত ১৪ সেপ্টেম্বর ২০২৪ শনিবার রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে যান এবং চিকিৎসাধীন শিক্ষার্থীদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নেন। (ছবি: ঢাবি জনসংযোগ দফতর)