পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে এক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল গতকাল ১৬ সেপ্টেম্বর ২০২৪ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ‘মসজিদুল জামি’আয়’ অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আরবী বিভাগ ও ইসলামিক স্টাডিজ বিভাগের কয়েকজন অধ্যাপক এবং মসজিদের প্রধান খতিব ও ইমাম খতিব আলোচনায় অংশ নেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন ও কর্মের মাঝে ইসলামের পূর্ণাঙ্গ ও বৃহত্তম মূল্যবোধের প্রতিফলন রয়েছে। তাঁর মূল্যবোধ এবং আদর্শ ধারণ ও অনুসরণের মাধ্যমে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে শান্তি, সম্প্রীতি, সাম্য ও সর্বজনীন ন্যায্যতা প্রতিষ্ঠা করা সম্ভব।
স্বাক্ষরিত/-
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
উপ-পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে এক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল গতকাল ১৬ সেপ্টেম্বর ২০২৪ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ‘মসজিদুল জামি’আয়’ অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। (ছবি: ঢাবি জনসংযোগ দফতর)