বাংলাদেশ ইতিহাস পরিষদের উদ্যোগে আবু মহামেদ হাবীবুল্লাহ স্বারক বক্তৃতা-২০২০ গত ০৯ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার রাত ৮.০০টায় বাংলাদেশ ইতিহাস পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান-এর সভাপতিত্বে জুম প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। ‘সংস্কৃতি, শিক্ষা, মানববিদ্যা: ভবিষ্যতের সন্ধানে’ শীর্ষক স্বারক বক্তৃতা প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী। পরিষদের যুগ্ম-সম্পাদক ড. মো. আবদুর রহিম স্বারক পরিচিতি এবং যুগ্ম-কোষাধ্যক্ষ অধ্যাপক নুসরাত ফাতেমা স্বারক বক্তার পরিচয় উপস্থান করেন। ধন্যবাদ জ্ঞাপন করেন পরিষদের যুগ্ম-সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ মহসেন উদ্দিন ফিরোজ। অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন: দেশের খ্যাতনামা ইতিহাসবিদ ও পন্ডিত সেন্টল উইমেন্স ইউনিভার্সির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম কিবরিয়া ভূঁইয়া, অধ্যাপক ড. হাবিবা খাতুন, অধ্যাপক ড. শরীফ উদ্দিন আহমেদ ইউজিসি অধ্যাপক ড. মো. ফখরুল আলম, অধ্যাপক ড. তৌহিদ হোসেন চৌধুরী, অধ্যাপক ড. এমতাজ হোসেন, অধ্যাপক ড. এমরান জাহান, অধ্যাপক ড. আবুল কাশেম, প্রফেসর মঞ্জুরুল আলম খান, রাজশাহী বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন, অধ্যাপক ড. মো. ফজজুল হক, অধ্যাপক মো. মাহ্ফুজুল ইসলাম, অধ্যাপক ড. মো. মোশাররফ হোসাইন ভূঁইয়া, অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস, অধ্যাপক ড. আবদুল বাছির, অধ্যাপক ড. মোহাম¥দ ছিদ্দিকুর রহমান খান, প্রফেসর ড. খাদেমুল হক, প্রফেসর ড. এস এম মফিজুর রহমান, মিসেস সুরাইয়া আক্তার, ড. এ টি এম সামছুজ্জোমা, জনাব মাহমুদুর রহমান, মিসেস নাজমা, জনাব রোকসানা ফিরদাউস নিগার প্রমুখ। এছাড়াও দেশের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের গন্যমাণ্য ব্যক্তিবর্গ এবং বাংলাদেশ ইতিহাস পরিষদের সদস্যবৃন্দ সংযুক্ত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিষদের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির।
বার্তা প্রেরক
(অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী)
সাধারণ সম্পাদক
এবং
প্রক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয়
ফোন: ০১৯১৩৬৬৬৩৪৭