বিশিষ্ট ভাষাসৈনিক, সাহিত্যিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তোফাজ্জল হোসেন-এর মৃত্যুতে বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক গভীর শোক প্রকাশ করেছেন। আজ ৫ ডিসেম্বর ২০১৫ শনিবার দুপুরে এক শোকবাণীতে উপাচার্য বলেন, তিনি ছিলেন ভাষা আন্দোলনের প্রথম সারির একজন ভাষা সংগ্রামী। ১৯৫৩ সালে কবি হাসান হাফিজুর রহমানের সম্পাদিত অমর একুশের প্রথম সংকলনের দ্বিতীয় গানটি গীতিকার তোফাজ্জল হোসেনের। গণযোগাযোগের ক্ষেত্রে তাঁর বিশেষ অবদান গণমাধ্যমে বিশেষভাবে পরিচিত হয়ে আছে। তিনি বাংলাদেশ সরকারের তথ্য কর্মকর্তা হিসেবে কাজ করে সরকার ও গণমাধ্যমের সাথে যোগাযোগ স্থাপনে ইতিবাচক ভূমিকা পালন করেছেন।
উপাচার্য ভাষাসৈনিক তোফাজ্জল হোসেনের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
তোফাজ্জল হোসেন কুমিল্লা জেলার দাউদকান্দির তালেশ্বর গ্রামে ১৯৩৫ সালের ৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৪ সালে সেন্টগ্রেগরি হাই স্কুল থেকে প্রবেশিকা পাশ করেন। ১৯৫৬ সালে ঢাকার জগন্নাথ কলেজ থেকে এইচএসসি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। ১৯৫৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ হতে স্নাতক এবং ১৯৬০ সালে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
উল্লেখ্য, তোফাজ্জল হোসেন আজ ৫ ডিসেম্বর ২০১৫ শনিবার দুপুরে বার্ধক্যজনিত কারণে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
----------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়