‘শিল্পের মুক্ত ভাষা অভিমুখে’ ¯েøাগান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের আয়োজনে বিভাগের দুই দশক পূর্তি উপলক্ষে সপ্তাহব্যাপী ‘১০ম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব-২০১৫’-এর উদ্বোধনী অনুষ্ঠান গতকাল ৩ ডিসেম্বর ২০১৫ বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান এবং ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার’র সম্পাদক মাহ্ফুজ আনাম। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান সুদীপ চক্রবর্তী।
উপাচার্য অধ্যপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক উদ্বোধনী বক্তব্যে বিজয়ের মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের এবং একইসাথে বিশ্ববিদ্যালয়ের পরিবারের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক চর্চা আরও গতিশীল করে উন্নত থেকে উন্নততর করার চেষ্টা করতে হবে। কেননা, শিক্ষা ও সংস্কৃতি একে অপরের পরিপূরক। সংস্কৃতির সাথে শিক্ষা যুক্ত করলে মুক্ত ভাষার অভিমুখে আমাদের অভিযাত্রা এগিয়ে যাবে। শিক্ষাকে অর্থবহ করতে সত্যনিষ্ঠ থাকতে হবে। সততা ও সংস্কৃতি ছাড়া শিক্ষার মূল্য নেই। সত্যই এক্ষেত্রে বড় শক্তি, সততার কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্ররা ভাষার জন্য, স্বাধীনতার জন্য জীবন দিতে পেরেছে। ’
মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘বাঙালি জাতির ইতিহাস, ঐতিহ্য অনেক বেশি সমৃদ্ধ। গবেষণার মাধ্যমে তার স্বরূপ উন্মোচন করতে হবে। বাংলাদেশ শুধু অর্থনীতিতে নয়, নাটকেও উন্নতি করেছে। আমাদের শেখানোর কেউ ছিল না, সেই দিক থেকে বলা যায় আমরা স্বশিক্ষিত নাট্যকর্মী। এখন নাট্যকলা, সংগীত বিভাগ খুলেছে। তিনি আরও বলেন, ‘সংস্কৃতি চর্চার মাধ্যমে সাম্প্রদায়িকতা, জঙ্গীবাদ দূর করতে হবে, বাংলাদেশে সন্ত্রাসের কোন স্থান নেই। সরকার এক্ষেত্রে পৃষ্ঠপোষকতা দিবে। তরুণদের এক্ষেত্রে এগিয়ে আসতে হবে। শিক্ষার প্রাথমিক স্তর থেকেই সংস্কৃতি চর্চা শুরু করতে হবে।’
কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের আয়োজনে সপ্তাহব্যাপী নাট্যোৎসবের সাফল্য কামনা করে বক্তব্য রাখেন।
‘দ্য ডেইলি স্টার’র সম্পাদক মাহ্ফুজ আনাম বলেন, ‘এই ছাত্র-শিক্ষক কেন্দ্র যখন স্থাপিত হয় তখন আমরা এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আজ অতিথি হয়ে এসেছি। সংস্কৃতি বিকাশের জন্য আমরা ছাত্রজীবন থেকে কাজ করে গেছি। এই গৌরব অব্যাহত রাখার জন্য এখনকার ছাত্রদেরও কাজ করে যেতে হবে। সংস্কৃতি চর্চার মাধ্যমেই মানুষের মানবিক বোধ ও উন্নত মানসিকতা সৃষ্টির পথ সুগম হয়।’
উদ্বোধনী অনুষ্ঠানের আগে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে উদ্বোধনী নৃত্য প্রদর্শনী হয়। মঞ্চস্থ হয় মার্টিন শেরম্যানের নাটক ‘দ্য বেন্ট’। এ ছাড়া প্রতিদিন সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে আরও ছয়টি নাটক। উৎসব চলবে আগামী ৮ ডিসেম্বর ২০১৫ পর্যন্ত।
-----------------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের আয়োজনে বিভাগের দুই দশক পূর্তি উপলক্ষে সপ্তাহব্যাপী ‘১০ম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব-২০১৫’-এর উদ্বোধনী অনুষ্ঠান গতকাল ৩ ডিসেম্বর ২০১৫ বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান এবং ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার’র সম্পাদক মাহ্ফুজ আনাম। (ছবি ঢাবি জনসংযোগ দফতর)
ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের আয়োজনে বিভাগের দুই দশক পূর্তি উপলক্ষে সপ্তাহব্যাপী ‘১০ম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব-২০১৫’-এর উদ্বোধনী অনুষ্ঠান গতকাল ৩ ডিসেম্বর ২০১৫ বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক উৎসবের উদ্বোধন করেন। ছবিতে উপাচার্যকে প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপিকে উৎসব স্মারক প্রদান করতে দেখা যাচ্ছে। (ছবি ঢাবি জনসংযোগ দফতর)
ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের আয়োজনে বিভাগের দুই দশক পূর্তি উপলক্ষে সপ্তাহব্যাপী ‘১০ম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব-২০১৫’-এর উদ্বোধনী অনুষ্ঠান গতকাল ৩ ডিসেম্বর ২০১৫ বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক উৎসবের উদ্বোধন করেন। ছবিতে উপাচার্যকে বিশেষ অতিথি ‘দ্য ডেইলি স্টার’র সম্পাদক মাহ্ফুজ আনামকে উৎসব স্মারক প্রদান করতে দেখা যাচ্ছে। (ছবি ঢাবি জনসংযোগ দফতর)