গত ২০ ডিসেম্বর ২০১৫ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের সভায় ২৫জন গবেষককে পিএইচ.ডি. এবং ২৬জন গবেষককে এম.ফিল. ডিগ্রী প্রদান করা হয়েছে।
পিএইচ.ডি. ডিগ্রী প্রাপ্ত এবং তাঁদের তত্ত¡াবধায়করা হচ্ছেন: কলা অনুষদের অন্তর্গত বাংলা বিভাগের অধীনে মোহাম্মদ আজহারুল ইসলাম, তাঁর গবেষণার তত্ত¡াবধায়ক ছিলেন অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ, মো. জমির হোসেন, তাঁর গবেষণার তত্ত¡াবধায়ক ছিলেন অধ্যাপক আহমদ কবির; ইসলামিক স্টাডিজ বিভাগের অধীনে মোহাম্মদ জাহিদুল ইসলাম, তাঁর গবেষণার তত্ত¡াবধায়ক ছিলেন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ; ইতিহাস বিভাগের অধীনে মেসবাহ উদ্দিন আহমেদ, তাঁর গবেষণার তত্ত¡াবধায়ক ছিলেন অধ্যাপক ড. এ.এইচ. আহমেদ কামাল; পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের অধীনে মৈত্রী তালুকদার, তাঁর গবেষণার তত্ত¡াবধায়ক ছিলেন অধ্যাপক ড. সুকোমল বড়–য়া; বিজ্ঞান অনুষদের অন্তর্গত পদার্থ বিজ্ঞান বিভাগের অধীনে জেসমিন সুলতানা, তাঁর গবেষণার তত্ত¡াবধায়ক ছিলেন ড. এম. মিজানুর রহমান এবং যুগ্ম-তত্ত¡াবধায়ক ছিলেন অধ্যাপক ড. মেসবাহ উদ্দিন আহমেদ ও অধ্যাপক ড. মো. কামরুল আলম খান; বায়োমেডিকেল ফিজিক্স এন্ড টেকনোলজী বিভাগের অধীনে মোহাম্মদ ওবায়দুর রহমান, তাঁর গবেষণার তত্ত¡াবধায়ক ছিলেন অধ্যাপক খোন্দকার সিদ্দিক-ই-রব্বানী; বিজনেস স্টাডিজ অনুষদের অন্তর্গত মার্কেটিং বিভাগের অধীনে ইশরাত জাহান তানিয়া, তাঁর গবেষণার তত্ত¡াবধায়ক ছিলেন অধ্যাপক ড. হরিপদ ভট্টাচার্য; মো. জাকির হোসেন, তাঁর গবেষণার তত্ত¡াবধায়ক ছিলেন অধ্যাপক ড. মীজানুর রহমান; সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্গত লোক প্রশাসন বিভাগের অধীনে মো. মাহফুজুল হক, তাঁর গবেষণার তত্ত¡াবধায়ক ছিলেন অধ্যাপক ড. সালাহউদ্দিন এম. আমিনুজ্জামান; রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীনে শাহ্নাজ পারভীন, তাঁর গবেষণার তত্ত¡াবধায়ক ছিলেন অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন ও যুগ্ম-তত্ত¡াবধায়ক ছিলেন অধ্যাপক ড. এম. নজরুল ইসলাম; শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধীনে মো. মাসুদুর রহমান, তাঁর গবেষণার তত্ত¡াবধায়ক ছিলেন অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মন; উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধীনে আয়েশা বানু, তাঁর গবেষণার তত্ত¡াবধায়ক ছিলেন অধ্যাপক ড. নাজমা চৌধুরী ও যুগ্ম-তত্ত¡াবধায়ক ছিলেন অধ্যাপক ড. ফিরদৌস আজীম; জীববিজ্ঞান অনুষদের অন্তর্গত অণুজীব বিজ্ঞান বিভাগের অধীনে নাজনীন সুলতানা; তাঁর গবেষণার তত্ত¡াবধায়ক ছিলেন অধ্যাপক ড. এম. এ. মালেক ও যুগ্ম-তত্ত¡াবধায়ক ছিলেন অধ্যাপক ড. এম. মজিবুর রহমান; মো. আসাদুজ্জামান শিশির, তাঁর গবেষণার তত্ত¡াবধায়ক ছিলেন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক ও যুগ্ম-তত্ত¡াবধায়ক ছিলেন ড. মোহাম্মদ ইলিয়াস; উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধীনে সুব্রত কুমার দাস, তাঁর গবেষণার তত্ত¡াবধায়ক ছিলেন অধ্যাপক ড. রাখহরি সরকার ও যুগ্ম-তত্ত¡াবধায়ক ছিলেন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক; প্রাণিবিদ্যা বিভাগের অধীনে তাসমীমা বেগম, তাঁর গবেষণার তত্ত¡াবধায়ক ছিলেন অধ্যাপক ড. গুলশান আরা লতিফা; মোহাম্মদ শফিউল আলম, তাঁর গবেষণার তত্ত¡াবধায়ক ছিলেন অধ্যাপক ড. হামিদা খানম ও যুগ্ম-তত্ত¡াবধায়ক ছিলেন ড. রাশিদুল হক; নিখিল চাক্মা, তাঁর গবেষণার তত্ত¡াবধায়ক ছিলেন অধ্যাপক ড. নূর জাহান সরকার এবং যুগ্ম-তত্ত¡াবধায়ক ছিলেন চৎড়ভবংংড়ৎ উৎ. ঝঃবাবহ ইবষসধরহ ও অধ্যাপক ড. সোহরাব উদ্দিন সরকার; প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধীনে ফারহানা শাফরীন, তাঁর গবেষণার তত্ত¡াবধায়ক ছিলেন অধ্যাপক ড. হাসিনা খান ও যুগ্ম-তত্ত¡াবধায়ক ছিলেন উৎ. ঘববঃর ঝধহধহ গরংযৎধ; ফার্মেসী অনুষদের অন্তর্গত ফার্মাসিউটিক্যাল টেকনোলজী বিভাগের অধীনে সরদার মোহাম্মদ আশরাফুল ইসলাম, তাঁর গবেষণার তত্ত¡াবধায়ক ছিলেন অধ্যাপক ড. মো. সেলিম রেজা ও যুগ্ম-তত্ত¡াবধায়ক ছিলেন অধ্যাপক ড. সৈয়দ সাব্বির হায়দার; ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধীনে আদিবা আনজুম, তাঁর গবেষণার তত্ত¡াবধায়ক ছিলেন অধ্যাপক ড. মো. আব্দুর রশীদ ও যুগ্ম-তত্ত¡াবধায়ক ছিলেন অধ্যাপক ড. চৌধুরী
মাহমুদ হাসান; আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের অন্তর্গত ভূগোল ও পরিবেশ বিভাগের অধীনে লুৎফর রহমান, তাঁর গবেষণার তত্ত¡াবধায়ক ছিলেন অধ্যাপক ড. রেজওয়ান হোসেন ভূইয়া; ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজী অনুষদের অন্তর্গত ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধীনে তাসরীনা রাবেয়া চৌধুরী, তাঁর গবেষণার তত্ত¡াবধায়ক ছিলেন অধ্যাপক ড. মো. নূরুল আমিন এবং যুগ্ম-তত্ত¡াবধায়ক ছিলেন অধ্যাপক ড. এ. আই. মোস্তফা ও ড. শামশাদ বেগম কোরাইশী এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধীনে নাদিয়া বিন্তে আমিন, তাঁর গবেষণার তত্ত¡াবধায়ক ছিলেন অধ্যাপক ড. খায়ের জাহান সোগরা।
এম.ফিল. ডিগ্রী প্রাপ্তরা এবং তাঁদের তত্ত¡াবধায়করা হচ্ছেন: কলা অনুষদের অন্তর্গত বাংলা বিভাগের অধীনে নাজমুন নাহার এবং গৌতম সরকার, তাঁদের গবেষণার তত্ত¡াবধায়ক ছিলেন অধ্যাপক আহমদ কবির; সানজিদা হামিদ, তাঁর গবেষণার তত্ত¡াবধায়ক ছিলেন অধ্যাপক ড. সিদ্দিকা মাহমুদা; মো. জাহাঙ্গীর আলম, তাঁর গবেষণার তত্ত¡াবধায়ক ছিলেন অধ্যাপক ড. ফাতেমা কাওসার; ইতিহাস বিভাগের অধীনে তপন কুমার পালিত, তাঁর গবেষণার তত্ত¡াবধায়ক ছিলেন অধ্যাপক ড. মুনতাসীর উদ্দিন খান মামুন; ইসলামিক স্টাডিজ বিভাগের অধীনে মুহাম্মদ ছালাহ উদ্দিন, তাঁর গবেষণার তত্ত¡াবধায়ক ছিলেন ড. হাফিজ মুজতাবা রিজা আহমাদ; মাহমুদুল হাসান এবং আবরার আহমদ, তাঁদের গবেষণার তত্ত¡াবধায়ক ছিলেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউসুফ ইবন হোছাইন; সংস্কৃত বিভাগের অধীনে অনিন্দিতা দাশ, তাঁর গবেষণার তত্ত¡াবধায়ক ছিলেন অধ্যাপক ড. নারায়নচন্দ্র বিশ^াস, সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্গত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীনে মাহমুদা খান মলি এবং মুহাম্মদ জহিরুল আলম, তাঁদের গবেষণার তত্ত¡াবধায়ক ছিলেন অধ্যাপক ড. শওকত আরা হোসেন; লোক প্রশাসন বিভাগের অধীনে মো. আব্দুল্লাহ আল মাহফুজ, তাঁর গবেষণার তত্ত¡াবধায়ক ছিলেন অধ্যাপক ড. নাজনীন ইসলাম; সমাজবিজ্ঞান বিভাগের অধীনে জেসমিন নাহার, তাঁর গবেষণার তত্ত¡াবধায়ক ছিলেন অধ্যাপক ড. এ.এস.এম. আমানুল্লাহ; জীববিজ্ঞান অনুষদের অন্তর্গত প্রাণিবিদ্যা বিভাগের অধীনে যাদব কুমার বিশ^াস, তাঁর গবেষণার তত্ত¡াবধায়ক ছিলেন অধ্যাপক ড. নূর জাহান সরকার ও যুগ্ম-তত্ত¡াবধায়ক ছিলেন অধ্যাপক ড. মো. ফরিদ আহসান; অণুজীব বিজ্ঞান বিভাগের অধীনে আফরোজ জাহান তানিয়া, তাঁর গবেষণার তত্ত¡াবধায়ক ছিলেন অধ্যাপক ড. মো. মাহফুজুল হক ও যুগ্ম-তত্ত¡াবধায়ক ছিলেন অধ্যাপক ড. ইয়ারুল কবীর; চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের অধীনে ফারজানা সুলতানা এবং মোছা. নাজমে আরা বেগম, তাঁদের গবেষণার তত্ত¡াবধায়ক ছিলেন অধ্যাপক ড. এম. আনিসুর রহমান; মো. আমির হোসেন, তাঁর গবেষণার তত্ত¡াবধায়ক ছিলেন কামাল উদ্দিন আহমেদ চৌধুরী; আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের অন্তর্গত ভূগোল ও পরিবেশ বিভাগের অধীনে জাফরিন আক্তার, তাঁর গবেষণার তত্ত¡াবধায়ক ছিলেন অধ্যাপক ড. নাজনীন আফরোজ হক; মাসূমা ভূইয়া, তাঁর গবেষণার তত্ত¡াবধায়ক ছিলেন অধ্যাপক ড. আমানত উল্লাহ খান; আয়েশা আক্তার রুমি, তাঁর গবেষণার তত্ত¡াবধায়ক ছিলেন অধ্যাপক ড. রেজওয়ান হোসেন ভূইয়া; শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধীনে মো. বিল্লাল হোসেন এবং তাহমিনা মল্লিক, তাঁদের গবেষণার তত্ত¡াবধায়ক ছিলেন অধ্যাপক ড. মো. আবুল এহসান; তাসমিরি তাসমিন লাবনী, তাঁর গবেষণার তত্ত¡াবধায়ক ছিলেন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম; পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধীনে নূরুন্নাহার সুমি, তাঁর গবেষণার তত্ত¡াবধায়ক ছিলেন অধ্যাপক ড. খালেদা ইসলাম ও যুগ্ম-তত্ত¡াবধায়ক ছিলেন ডা. রাহেলী জিন্নাত; জ্যোতি লাল বড়–য়া, তাঁর গবেষণার তত্ত¡াবধায়ক ছিলেন অধ্যাপক ড. সাগরময় বড়–য়া ও যুগ্ম-তত্ত¡াবধায়ক ছিলেন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম খান।
-------------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়