বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটি’র উদ্যোগে আজ ১ জানুয়ারি ২০১৬ শুক্রবার সকালে দু’দিন ব্যাপী ৬ষ্ঠ বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড-২০১৬ এর উদ্বোধন হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল প্রাঙ্গনে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। এতে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক ড. খোরশেদ আহমদ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিয়াড কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল, ডাচ-ব্যাংলা ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সায়েম আহমদ ও ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবেজ।
----------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটির উদ্যোগে আজ ১ জানুয়ারি ২০১৬ শুক্রবার সকালে দু’দিন ব্যাপী ৬ষ্ঠ বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড-২০১৬ এর উদ্বোধন হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল প্রাঙ্গনে। বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে বেলুন উড়িয়ে অলিম্পিয়াডের উদ্বোধন করতে দেখা যাচ্ছে । (ছবি: ঢাবি জনসংযোগ)