ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের এমিরিটাস অধ্যাপক ড. আবদুল জব্বার আজ ৩০ জানুয়ারি ২০১৬ শনিবার সকালে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজেউন)। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি একমাত্র মেয়েসহ অসংখ্য ছাত্র-ছাত্রী, আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ মাগরিব ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয়।
উপাচার্যের শোক প্রকাশ
ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের এমিরিটাস অধ্যাপক ড. আবদুল জব্বারের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক গভীর শোক প্রকাশ করেছেন। আজ ৩০ জানুয়ারি ২০১৬ শনিবার এক শোকবাণীতে তিনি বলেন, অধ্যাপক আবদুল জব্বারের নেতৃত্বেই ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশে ফার্মেসী শিক্ষা শুরু হয়। তাঁর মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ শিক্ষক, গবেষক ও ফার্মাসিস্টকে হারালো। এদেশে ফার্মেসী শিক্ষা ও গবেষণা উন্নয়ন এবং ওষুধ শিল্পের বিকাশে তিনি যে অনন্য অবদান রেখে গেছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে। উপাচার্য মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
----------------
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
সহকারী পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়