সাবেক মুসলিম কমার্শিয়াল ব্যাংকের মহিলা শাখার ম্যানেজার এবং রূপালী ব্যাংকের এ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার শামসুন নাহার মুসা গত ২৯ জানুয়ারি ২০১৬ রাত ১টায় ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি.............রাজিউন)। এক দশকের বেশী সময় ধরে তিনি ডায়বেটিস, অরথিওঅরথ্রাইসিস ও নেপ্রাটিসসহ নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্বামী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তিনি বাংলা একাডেমীর সাবেক মহাপরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং বর্তমানে গণবিশ্ববিদ্যালয় ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মনসুর মুসার সহধর্মিনী। আগামীকাল ১ ফেব্রæয়ারি ২০১৬ সোমবার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
প্রয়াত শামসুন নাহার মুসা শহীদ জননী জাহানারা ইমামের ঘনিষ্ঠ সহচর ছিলেন। ব্যাংক-ম্যানেজার হিসেবে তিনি ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের অর্থ ও ওষুধপত্র সরবরাহ করেন। এছাড়া, গোপনে তিনি জাহানারা ইমামকে সহযোগিতা করেন। ঢাকার কেরানীগঞ্জ কলাতিয়া মিয়া বাড়ীর এই সন্তান মাতৃহীন অবস্থায় ভারতেশ্বরী হোমস্ ও কুমুদিনী কলেজ থেকে ¯œাতক ডিগ্রী অর্জন করেন এবং ঢাকার শারীরিক শিক্ষা কেন্দ্র থেকে ডিপ্লোমা লাভ করেন। ১৯৬৪ সালের ১৫ জুন তিনি আজিজুল হক নান্নামিঞার উৎসাহে মুসলিম কমার্শিয়াল ব্যাংকের প্রথম মহিলা শাখার একাউন্ট্যান্ট হিসেবে যোগদান করেন। বলাকা ভবনস্থ ব্যাংকের প্রথম মহিলা শাখা এবং মোহাম্মদপুর মহিলা শাখার তিনি ব্যবস্থাপক ছিলেন। বস্তিবাসী হতদরিদ্র তথা উচ্চবিত্ত গৃহিনীদের ব্যাংক সঞ্চয়ী হিসাব খোলার ক্ষেত্রে তিনি প্রেরণা যোগান। নিষ্ঠাবতী এই ব্যাংক ব্যবস্থাপক প্রখ্যাত ব্যাংকার লুৎফর রহমান সরকারের কাছে ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন থেকে অফিস ব্যবস্থাপনা ও যোগাযোগ, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ব্যবস্থাপনা এবং রূপালী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট থেকে পারফরম্যান্স বাজেটিং বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। ভারতেশ্বরী হোমসের ছাত্রী হিসেবে তিনি হোমসের প্রতিষ্ঠাতা রণদা প্রসাদ সাহা ও প্রতিভা মুৎসুদ্দীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে দরিদ্র নারী ও সংখ্যালঘুদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন। জনপ্রিয় ও দক্ষ ম্যানেজার হিসেবে তিনি একাধিকবার মুসলিম কমার্শিয়াল ব্যাংক ও রূপালী ব্যাংক পুরস্কার লাভ করেন।
তাঁর পুত্র রবি সামাদ মনসুর ও কন্যা অন্তরা মনসুর উচ্চশিক্ষায় শিক্ষিত। তাঁর প্রপৌত্র যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক ও অর্থনীতি বিষয়ে পড়াশুনা করছেন। কন্যা অন্তরা মনসুর কানাডায় এ্যাডমিনিস্ট্রেটিভ ও ইকোনমিক ম্যানেজমেন্ট বিষয়ে অধ্যয়নরত।
---------------
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
সহকারী পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়