ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের প্রাক্তন অধ্যাপক খলিলুর রহমান খান-এর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক খলিলুর রহমান খান ছিলেন একজন মেধাবী ও নিষ্ঠাবান শিক্ষক। ব্যবসা শিক্ষা বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে বিশেষ সুনাম অর্জন করেছেন। ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে তাঁর শিক্ষকতা জীবনে যে মেধা ও আন্তরিকতার স্বাক্ষর রেখে গেছেন তা বিশ্ববিদ্যালয়ে স্মরণীয় হয়ে থাকবে। উপাচার্য মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। অধ্যাপক খলিলুর রহমান খান ১৯৭১ সালের ১৫ ফেব্রæয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০০১ সালের৩০ জুন অবসর গ্রহণ করেন। উল্লেখ্য, অধ্যাপক খলিলুর রহমান খান গত ২৩ ফেব্রæয়ারি ২০১৬ মঙ্গলবার রাজধানীর পরিবাগে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে, আত্মীয়-স্বজন ও অংসখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
----------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর ঢাকা বিশ্ববিদ্যালয়