ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর ইন্টার রিলিজিয়াস এন্ড ইন্টারকালচারাল ডায়লগ (সিআইআইডি) এবং বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের যৌথ উদ্যোগে ‘স্বামী বিবেকানন্দের শিক্ষা এবং সমকালীন বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনার আজ ১২ এপ্রিল ২০১৬ মঙ্গলবার আর সি মজুমদার আর্টস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকাস্থ রামকৃষ্ণ মিশনের সহযোগী সম্পাদক শ্রীমৎ স্বামী স্থিরাত্মানন্দ। সেন্টার ফর ইন্টার রিলিজিয়াস এন্ড ইন্টারকালচারাল ডায়লগ-এর পরিচালক ড. ফাজরীন হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আলোচনায় অংশগ্রহণ করেন বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অনারারী অধ্যাপক ড. কাজী নূরুল ইসলাম। বিভাগীয় চয়ারম্যান ড. ফাদার তপন ডি’ রোজারিও সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন।
--------------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর ইন্টার রিলিজিয়াস এন্ড ইন্টারকালচারাল ডায়লগ (সিআইআইডি) এবং বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের যৌথ উদ্যোগে ‘স্বামী বিবেকানন্দের শিক্ষা এবং সমকালীন বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনার আজ ১২ এপ্রিল ২০১৬ মঙ্গলবার আর সি মজুমদার আর্টস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকাস্থ রামকৃষ্ণ মিশনের সহযোগী সম্পাদক শ্রীমৎ স্বামী স্থিরাত্মানন্দ। (ছবি: ঢাবি জনসংযোগ)