ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলে ‘ইনডোর গেমস টুর্ণামেন্ট প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল ১২ এপ্রিল ২০১৬ মঙ্গলবার সন্ধ্যায় হলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) ও স্পোর্টস্ বোর্ডের সভাপতি অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৯টি ইভেন্টের খেলার চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। সভাপতিত্ব করেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. লুৎফর রহমান।
একক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন তানদীন চোফেল এবং রানার আপ হয়েছেন ইয়েসহেই দরজী; দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মোহন খাধকা ও সন্তুষ মুখিয়া এবং রানার আপ ইয়েসহেই দরজী ও তশিওয়াং; একক টেবিল টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন প্রতীক আমাতিয়া ও রানার আপ হয়েছেন দিভাস খাদকা; দ্বৈত টেবিল টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন প্রতীক আমাতিয়া ও দিভাস খাদকা এবং রানার আপ সন্তুষ মুখিয়া ও নামখা দরজী; একক ক্যারম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন নরেন্দ্র শালিকে ও রানার আপ রাকেশ সাহা; দ্বৈত ক্যারম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নরেন্দ্র শালিকে ও দিভাস খাদকা এবং রানার আপ অনিল কুমার ও উদয় রাজ; দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন নীতেশ অধিকারী এবং রানার আপ কিভান নায়ের, একক ফিফা ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন পরমথ কেসি এবং রানার আপ নরেন্দ্র শালিকে; দ্বৈত ফিফা ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন যথাক্রমে দিভাস খাদকা ও সুবিগায়া এবং রানার আপ প্রতীক আমাতিয়া ও মিরাব সিং।
--------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলে ‘ইনডোর গেমস টুর্ণামেন্ট প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল ১২ এপ্রিল ২০১৬ মঙ্গলবার সন্ধ্যায় হলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) ও স্পোর্টস্ বোর্ডের সভাপতি অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৯টি ইভেন্টের খেলার চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। ছবিতে প্রো-উপাচার্যকে বিজয়ী খেলোয়াড়দের দেখা যাচ্ছে। (ছবি : ঢাবি জনসংযোগ)