ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা, নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল ২৩ এপ্রিল ২০১৬ শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ‘সৌরভে গৌরবে শত বছরের দ্বারপ্রান্তে ঢাকা বিশ্ববিদ্যালয়, এখন সময় দায় মোচনের' এই অঙ্গীকারের মধ্য দিয়ে সংগঠনের সভাপতি রকীবউদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী, বিশিষ্ট অ্যালামনাই এ কে আজাদ, রঞ্জন কর্মকার, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী, লায়ন শেখ কবির হোসেন, ইসমত কাদির গামা, মোল্লা মোহাম্মদ আবু কাওছার প্রমুখ।
অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক নতুন তাঁর বক্তব্যে নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভূমিকা অপরিসীম। এই ভূমিকাকে আরও গতিশীল করতে হবে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া যেতে পারে। উপাচার্য ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অ্যালামনাই অ্যাসোসিয়েশন একত্রিত করার উদ্যোগ নিয়ে সমন্বিত কার্যক্রম গ্রহণ করার উপর গুরুত্বারোপ করেন। তিনি নতুন কমিটিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তাই ভবিষ্যতে অ্যালামনাইয়ের পক্ষ থেকে কোনো ধরনের তালিকা করা হলে সেখানে যেন এক নম্বরে জাতির জনকের নাম থাকে, সেটা নিশ্চিত করতে হবে।
এ ছাড়াও সভায় মহাসচিব দেওয়ান রাশিদুল হাসান সাংগঠনিক প্রতিবেদন, মুনিরা খান আর্থিক বিবরণীর প্রতিবেদন, আশরাফুল হক মুকুল সাধারণ সভার কার্যবিবরণী পাঠ এবং সেলিনা খালেক শোক প্রস্তাব উত্থাপন করেন। পরে বিদায়ী সভাপতির হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি এ কে আজাদ। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বার্ষিক সাধারণ সভায় সংগঠনের ৪০ সদস্যের কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আবু সালেহ। কমিটির সদস্যবৃন্দ হলেন- সভাপতি এ কে আজাদ, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওছার, মুনিরা খান বানু, শাইখ সিরাজ, কোষাধ্যক্ষ দেওয়ান রাশিদুল হাসান, মহাসচিব রঞ্জন কর্মকার, যুগ্ম মহাসচিব আশরাফুল হক মুকুল, সৈয়দ আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক আফজালুর রহমান বাবু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক বাবর আশরাফুল হক খান মোহাম্মদ, শিক্ষা ও লাইব্রেরি সম্পাদক শেখ আবদুস সালাম, প্রচার ও জনসংযোগ সম্পাদক উম্মে বাতুল মাহ্মুদা খাতুন মিনা, সাংস্কৃতিক সম্পাদক মাহফুজা রহমান চৌধুরী, দপ্তর সম্পাদক গোপাল চন্দ্র দেবনাথ, কার্যনির্বাহী সদস্য- সেলিনা খালেক, এস এম বাহালুল মজনুন চুন্নু, রেফাকাত হোসেন চৌধুরী ফাহিম, শামসুজ্জামান দুদু, মোহাম্মদ নূর আলী, আলহাজ মুহাম্মদ আজিজুর রহমান, বেনজির আহম্মেদ, আনোয়ার-উল-আলম চৌধুরী, মো. আফজাল হোসেন, সুভাষ চন্দ্র সিংহ রায় মোহাম্মদ ফরিদ উদ্দিন মোল্লা, ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, মো. নাসির উদ্দিন মাহমুদ, সালমা জাহান, ডা. মো. আবদুল কাইয়ুম লস্কর, কাজী মোয়াজ্জেম হোসেন, আবদুল জলিল চৌধুরী, খাজা নারগিস হোসাইন, ডা. মো. শাহাজান, শিউলী আফসার, ড. তাপস চন্দ্র পাল, গাজী মুনিবুর রহমান বাচ্চু, শেখ সালাউদ্দিন আহম্মেদ, সৈয়দা মমতাজ শিরীন, মো. শরিফুর রহমান ও মুন্সী শামছুদ্দিন আহম্মেদ।
উল্লেখ্য, আগামীকাল ২৫ এপ্রিল ২০১৬ সোমবার নবনির্বাচিত কমিটির নেতারা দায়িত্ব গ্রহণ করবেন। নতুন কমিটি আগামী ২০১৯ সালের এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করবে।
---------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা, নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল ২৩ এপ্রিল ২০১৬ শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি রকীবউদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। (ছবি : ঢাবি জনসংযোগ)
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা, নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল ২৩ এপ্রিল ২০১৬ শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ছবিতে উপাচার্যের সাথে নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দকে দেখা যাচ্ছে। (ছবি : ঢাবি জনসংযোগ)