ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্রের উদ্যোগে আজ ২১ এপ্রিল ২০১৬ বৃহস্পতিবার কেন্দ্রের মমতাজুর রহমান তরফদার সভাকক্ষে “মানববিদ্যা শিক্ষায় চলন্ত বিতর্ক” শীর্ষক বক্তৃতা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্রের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বক্তৃতানুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. কাজল বন্দ্যোপাধ্যায়।
প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন মানববিদ্যা প্রসঙ্গে আলোকপাত করে মানুষের মানসিক বিকাশের ক্ষেত্রে মানববিদ্যার প্রাসঙ্গিকতা আজ অত্যন্ত প্রয়োজনীয় বলে মত প্রকাশ করেন। শুধুমাত্র কলাবিদ্যা নয়, বাণিজ্য এবং বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে মানববিদ্যার পরিচর্যায় মানবিকতার চর্চার গুরুত্বকে তিনি তুলে ধরেন। শিক্ষার বিভিন্ন মাধ্যমে মানববিদ্যা শিক্ষা চর্চার জন্য শিক্ষক-শিক্ষার্থীর প্রতি তিনি আহŸান জানান।
মূল বক্তব্যে অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ মানববিদ্যা শিক্ষার লক্ষ্য ও উপযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মানববিদ্যা শিক্ষার্থীদের মানবিক ও অমানবিক আচরণের বিভেদকে সুস্পষ্টভাবে বুঝে মানবিকতার পক্ষে অবস্থান নেওয়ার কথা বলেন। মানববিদ্যা
--------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্রের উদ্যোগে আজ ২১ এপ্রিল ২০১৬ বৃহস্পতিবার কেন্দ্রের মমতাজুর রহমান তরফদার সভাকক্ষে “মানববিদ্যা শিক্ষায় চলন্ত বিতর্ক” শীর্ষক বক্তৃতা অনুষ্ঠিত হয়। কেন্দ্রের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বক্তৃতানুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। (ছবি: ঢাবি জনসংযোগ)
ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্রের উদ্যোগে আজ ২১ এপ্রিল ২০১৬ বৃহস্পতিবার কেন্দ্রের মমতাজুর রহমান তরফদার সভাকক্ষে “মানববিদ্যা শিক্ষায় চলন্ত বিতর্ক” শীর্ষক বক্তৃতা অনুষ্ঠিত হয়। কেন্দ্রের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বক্তৃতানুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ছবিতে প্রো-উপাচার্যকে প্রধান অতিথির বক্তব্য দিতে দেখা যাচ্ছে। (ছবি: ঢাবি জনসংযোগ)