ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের প্রাক্তন বিভাগীয় চেয়ারম্যান, বাংলাদেশ গণিত সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রবীণ গণিতজ্ঞ অধ্যাপক ড. শ ম আজিজুল হকের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবাণীতে উপাচার্য বলেন, গণিত বিভাগের অত্যন্ত মেধাবী ও জনপ্রিয় শিক্ষক ছিলেন অধ্যাপক ড. শ ম আজিজুল হক। তিনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক কর্মকান্ডে বিশেষ অবদান রেখেছেন। বিভাগের বর্তমান অধিকাংশ শিক্ষক তাঁরই ছাত্র হিসেবে বিজ্ঞান শিক্ষায় নিয়োজিত রয়েছেন। বিশ্ববিদ্যালয়ে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। উপাচার্য মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, অধ্যাপক ড. শ ম আজিজুল হক গত ১৩ এপ্রিল ২০১৬ যুক্তরাষ্ট্রের বোস্টনে মৃত্যুবরণ করেন। তিনি ১৯৪৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন। অধ্যাপক ড. শ ম আজিজুল হক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকান্ডের সাথে যুক্ত ছিলেন। বিশেষত প্রাধ্যক্ষ, ডিন, বিভাগীয় চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ১৯৮২ সালে তিনি অবসর গ্রহণ করেন।
স্মরণ সভা
গণিতজ্ঞ অধ্যাপক ড. শ ম আজিজুল হকের কর্মময় জীবনের স্মরণে এক শোক সভা ও দোয়া মাহফিল আগামী ৭ মে ২০১৬ শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের এ এফ মুজিবুর রহমান গণিত ভবনের রেজাউর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
---------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়