মাছরাঙ্গা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও প্রধান সম্পাদক সৈয়দ ফাহিম মুনয়েম আজ ১ জুন ২০১৬ বুধবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল¬াহি ওয়া ইন্না ইলাইহী রাজেউন)।
সৈয়দ ফাহিম মুনয়েম-এর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক গভীর শোক প্রকাশ করেছেন। আজ এক শোকবাণীতে উপাচার্য বলেন, ফাহিম মুনয়েম দীর্ঘদিন সংবাদপত্রে কাজ করেছেন এবং সংবাদপত্র ব্যবস্থাপনার সাথেও জড়িত ছিলেন। বাংলাদেশের সংবাদপত্র বিকাশে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। উপাচার্য তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সৈয়দ ফাহিম মুনয়েমের পিতা সৈয়দ নুরউদ্দীন বিশিষ্ট সাংবাদিক ছিলেন। ফাহিম মুনয়েম পিতার যোগ্য উত্তরসুরি হিসেবে কাজ করেছেন। তিনি দৈনিক সংবাদ, মর্নিং সান ও ইউএনবিতে কাজ করেছেন। তিনি ডেইলি স্টারের ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্বে ছিলেন। ২০০৭ সালে তত্ত¡াবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদের প্রেস সচিবের দায়িত্ব পালন করেন। ২০১০ সালে মাছরাঙ্গা টেলিভিশনের যাত্রা শুরুর সময় তিনি প্রধান সম্পাদক হিসেবে যোগদান করেন। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।
----------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়