বিশ্ব তামাক মুক্ত দিবস ২০১৬ উপলক্ষে আজ ৩১ মে ২০১৬ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদ মিলনায়তনে ‘তামাক মুক্ত বাংলাদেশ চাই’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের সহযোগিতায় মাদক দ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস) এই সেমিনারের আয়োজন করে।
মানস-এর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. অরূপরতন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম। সেমিনারে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন মানস-এর সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান তালুকদার, সদস্য সাদিয়া শারমিন উর্মি, মহিউদ্দিন প্রমুখ।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, মাদক ও তামাক ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ ও জাতির জন্য ক্ষতিকর। তাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে মাদক ও তামাক মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। এজন্য তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি সহযোগিতা করার আহŸান জানান। তিনি এই সেমিনার আয়োজন করার জন্য এবং সব সময় তামাক বিরোধী কর্মকাÐ পরিচালনার জন্য মানস-এর কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারে ব্যক্তি, পরিবার ও সমাজকে ক্রমান্বয়ে ধ্বংসের দিকে নিয়ে যায়। তামাক সেবনে বিশ্বে প্রতি বছর ৬০ লক্ষ লোক মৃত্যুবরণ করে, তার মধ্যে বাংলাদেশে মৃত্যুবরণ করে প্রায় ৫৭ হাজার মানুষ। তাই এ সমস্যাকে সামনে রেখে বর্তমান সরকার দেশে ধূমপান প্রতিরোধমূলক আইন প্রয়োগ ও বাস্তবায়ন করতে নানামুখী বাস্তব পদক্ষেপ গ্রহণ করেছে।
---------------
(মাহমুদ আলম)
উপ-পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
বিশ্ব তামাক মুক্ত দিবস ২০১৬ উপলক্ষে আজ ৩১ মে ২০১৬ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদ মিলনায়তনে ‘তামাক মুক্ত বাংলাদেশ চাই’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। অধ্যাপক ড. অরূপরতন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম।
বিশ্ব তামাক মুক্ত দিবস ২০১৬ উপলক্ষে আজ ৩১ মে ২০১৬ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত ‘তামাক মুক্ত বাংলাদেশ চাই’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য রাখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম এবং অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী।