যুক্তরাজ্যের দি ইউনিভার্সিটি অব শেফিল্ড-এর অধ্যাপক এলাসটায়ার গোল্ডম্যান নেতৃত্বে ৩-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল গতকাল ৩ জুন ২০১৬ শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর বাসভবনস্থ কার্যালয়ে সাক্ষাৎ করে। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন অধ্যাপক এনন ডালটন ও ড. সঞ্জন কুমার দাস।
সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে মত বিনিময় করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শেফিল্ড ইউনিভার্সিটির সাথে শিক্ষা ও গবেষণা সংক্রান্ত যৌথ কর্মকাÐ বিশেষত: জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়। আগামীতে সুবিধামত সময়ে দুই বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে একটি আন্তর্জাতিক কর্মশালা আয়োজনের জন্য ঐক্যমত পোষণ করা হয়।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য অতিথিদের ধন্যবাদ জানান এবং বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম সম্বলিত একটি সম্মাননা ক্রেস্ট তাঁদের হাতে তুলে দেন ।
--------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
যুক্তরাজ্যের দি ইউনিভার্সিটি অব শেফিল্ড-এর অধ্যাপক এলাসটায়ার গোল্ডম্যান নেতৃত্বে ৩-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল গতকাল ৩ জুন ২০১৬ শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর বাসভবনস্থ কার্যালয়ে সাক্ষাৎ করে। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন অধ্যাপক এনন ডালটন ও ড. সঞ্জন কুমার দাস। (ছবি: ঢাবি জনসংযোগ)