আজ ১৪ জুন ২০১৬ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদুল জামিয়ায় বাদ যোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান মিঞার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যবৃন্দসহ বিপুল সংখ্যক শিক্ষক, ছাত্র এবং শুভাকাঙ্খীরা জানাজায় অংশগ্রহণ করেন।
অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান মিঞার মরদেহ বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগে ছাত্র-শিক্ষক, শুভাকাঙ্খীদের শ্রদ্ধা নিবেদন শেষে অপরাহ্নে বিশ্ববিদ্যালয় মসজিদুল জামিয়া প্রাঙ্গনে আনা হয়। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক মোহাম্মদ মনিরুজ্জামান মিঞার মরদেহে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান মিঞা গতকাল ১৩ জুন ২০১৬ সোমবার রাজধানীর একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গতকাল শোকবাণী প্রদান করেছেন। তাঁর প্রতি সম্মান প্রদর্শনের নিদর্শন হিসেবে আজ ১৪ জুন ২০১৬ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় একদিন ছুটি ঘোষণা করা হয়। তবে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হয়েছে।
----------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
আজ ১৪ জুন ২০১৬ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদুল জামিয়ায় বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান মিঞার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যবৃন্দসহ বিপুল সংখ্যক শিক্ষক, ছাত্র এবং শুভাকাঙ্খীরা জানাজায় অংশগ্রহণ করেন। জানাজা শেষে উপাচার্যসহ অন্যান্যদের মোনাজাত করতে দেখা যাচ্ছে। (ছবি: ঢাবি জনসংযোগ)
আজ ১৪ জুন ২০১৬ মঙ্গলবার অপরাহ্নে অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান মিঞার মরদেহ বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগে ছাত্র-শিক্ষক, শুভাকাঙ্খীদের শ্রদ্ধা নিবেদন শেষে বিশ্ববিদ্যালয় মসজিদুল জামিয়া প্রাঙ্গনে আনা হয়। এসময় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক মোহাম্মদ মনিরুজ্জামান মিঞার মরদেহে শ্রদ্ধা জ্ঞাপন করেন। (ছবি: ঢাবি জনসংযোগ)