ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. ললিত মোহন নাথ আজ ২ জুলাই ২০১৬ শনিবার সকালে বার্ধক্যজনিত কারণে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
অধ্যাপক ললিত মোহন নাথ-এর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক গভীর শোক প্রকাশ করেছেন। আজ এক শোকবাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ললিত মোহন নাথ দেশের একজন প্রতিথযশা বিশিষ্ট পদার্থবিজ্ঞানী, গবেষক এবং বিজ্ঞান আন্দোলনের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। তিনি মেধার স্বাক্ষর রেখেছেন তাঁর বিজ্ঞান বিষয়ক লেখা ও গবেষণায়। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক কর্মকাÐের সাথেও তিনি যুক্ত ছিলেন। তিনি বিভাগীয় চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের প্রভোস্ট ও একাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবে আন্তরিক দায়িত্ববোধের পরিচয় রেখে গেছেন। তাঁর অবদান বিশ্ববিদ্যালয় স্মরণ রাখবে। তাঁর মৃত্যুতে আমরা অত্যন্ত মর্মাহত।
উপাচার্য প্রয়াত অধ্যাপক ললিত মোহন নাথের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মৃত্যুকালে অধ্যাপক ললিত মোহন নাথ স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
অধ্যাপক ড. ললিত মোহন নাথের জন্ম ১৯৩৫ সালের ৫ মে। তিনি শিক্ষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগে ১৯৭২ সালে যোগদান করেন এবং ২০০১ সালে বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন। ২০১১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘রাজ্জাক-শামসুন লাইফ টাইম এচিভমেন্ট’ এ্যাওয়ার্ড লাভ করেন।
অধ্যাপক ললিত মোহন নাথের মরদেহ আগামী ৫ জুলাই ২০১৬ মঙ্গলবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল উপাসনালয়ে শিক্ষক-শিক্ষার্থী ও গুণগ্রাহীদের শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে রাখা হবে।
----------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়