যুক্তরাজ্যের দি ইউনিভার্সিটি অব অক্সফোর্ড-এর ওয়াটার প্রোগ্রামের পরিচালক ও স্কুল অব জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট-এর সহযোগী অধ্যাপক ড. রব হপ এবং এবং একই বিভাগের অক্সফোর্ড ওয়াটার নেটওয়ার্কের ইএসপি ডেল্টা প্রজেক্টের হাইড্রোলজিস্ট এমিলি বারবার গতকাল ১৭ জুলাই ২০১৬ রবিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর অফিসে সাক্ষাৎ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা নাসরীন এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: আবু ইউসুফ।
সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে মত বিনিময় করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের দি ইউনিভার্সিটি অব অক্সফোর্ড-এর মধ্যে দুর্যোগ ও পরিবেশ উন্নয়ন সংশ্লিষ্ট পানি বিশেষজ্ঞতা বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রমের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা শিক্ষা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য অতিথিদের ধন্যবাদ জানান।
--------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ক্যাপশন
যুক্তরাজ্যের দি ইউনিভার্সিটি অব অক্সফোর্ড-এর স্কুল অব জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট-এর ওয়াটার প্রোগ্রামের পরিচালক ড. রব হপ এবং একই বিশ্ববিদ্যালয়ের অক্সফোর্ড ওয়াটার নেটওয়ার্কের হাইড্রোলজিস্ট এমিলি বারবার গতকাল ১৭ জুলাই ২০১৬ রবিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর অফিসে সাক্ষাৎ করেন। (ছবি: ঢাবি জনসংযোগ)