ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ক্যাম্পাসে সন্ত্রাস ও জঙ্গি তৎপরতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া গেলে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী কাউকে ছাড় দেওয়া হবে না। আজ ২৫ জুলাই ২০১৬ সোমবার ক্যাম্পাসে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মানববন্ধন কর্মসূচীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মো: ইমদাদুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, সিনেট ও সিন্ডিকেট সদস্য এস এম বাহালুল মজনুনসহ বাংলাদেশ ছাত্রলীগ, অফিসার্স এসোসিয়েশন, কর্মচারী সমিতি, কারিগরি কর্মচারী সমিতি এবং ৪র্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন হলের প্রভোস্ট, প্রক্টর এবং অফিস প্রধানগণ উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম-সম্পাদক মিজ নীলিমা আকতার অনুষ্ঠান সঞ্চালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহŸান জানিয়ে বলেন, এবিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সকলকে স্ব স্ব অবস্থান থেকে কাজ করতে হবে। জঙ্গি তৎপরতা সম্পর্কে কোন তথ্য পেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য তিনি সকলের প্রতি আহŸান জানান। উপাচার্য বলেন, উন্নয়নকে বাধাগ্রস্ত করতে একাত্তরের স্বাধীনতা বিরোধী চিহ্নিত চক্র দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করছে। উন্নয়ন সহযোগী বিভিন্ন দেশের নাগরিক হত্যা করে তারা আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। এ ধরণের অপতৎপরতায় শঙ্কিত না হয়ে সাহসিকতার সঙ্গে তা মোকাবেলার জন্য তিনি জনগণের প্রতি আহŸান জানান। বাংলাদেশে জঙ্গিবাদের কোন স্থান নেই মন্তব্য করে তিনি বলেন, একাত্তরের বিশ্বাস-ঘাতকদের মত জঙ্গিদেরও বিচারের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। দেশে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে প্রয়োজনে সব কিছু করা হবে উল্লেখ করে তিনি বলেন, এ দেশের জনগণ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছিল। আজ আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। উপাচার্য জঙ্গিবাদ নির্মূলে দেশের গণমাধ্যমের চলমান ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী এই কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
-----------------
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
উপ-পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ ২৫ জুলাই ২০১৬ সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী এই কর্মসূচীতে অংশগ্রহণ করেন। (ছবি: ঢাবি জনসংযোগ)