বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ফিরোজা বেগমের স্মৃতি রক্ষার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার’ প্রদান অনুষ্ঠান উপলক্ষে এক প্রেস কনফারেন্স আজ ২৬ জুলাই ২০১৬ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ।
এ বছর 'ফিরোজা বেগম স্বর্ণপদক' পাচ্ছেন নজরুল সঙ্গীতের বরেণ্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। আগামী ২৮ জুলাই ২০১৬ বৃহস্পতিবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এ পদক তুলে দিবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. বেগম আকতার কামাল। স্বাগত বক্তব্য প্রদান করবেন এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ট্রাস্ট ফান্ডের দাতা এম আনিস উদ দৌলা। শুভেচ্ছা বক্তব্য রাখবেন নৃত্যকলা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক রেজওয়ানা চৌধুরী এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন সংগীত বিভাগের চেয়ারপার্সন ড. মহসিনা আক্তার খানম (লীনা তাপসী)।
উল্লেখ্য, বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ফিরোজা বেগম ১৯৩০ সালের ২৮ জুলাই গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন এবং ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর ঢাকায় ৮৪ বছর বয়সে ইন্তেকাল করেন।
---------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ফিরোজা বেগমের স্মৃতি রক্ষার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার’ প্রদান অনুষ্ঠান উপলক্ষে এক প্রেস কনফারেন্স আজ ২৬ জুলাই ২০১৬ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ। (ছবি : ঢাবি জনসংযোগ)